Siliguri News : হরিণ-কচ্ছপ-শূকর মারায় পারদর্শী, কুখ্যাত অঞ্জন অবশেষে গ্রেফতার ডুয়ার্সে – poachers arrested with arms by baikunthapur forest divisional office


West Bengal News জঙ্গলে ঢুকে হরিণ, কচ্ছপ, বন্য শূকর গুলি করে মারা হতো। এরপর সেই মাংস বিক্রি করা হতো হাজার হাজার টাকায়। অবশেষে ডুয়ার্সের (Dooars) ফাপড়ি এলাকায় থেকে গ্রেফতার এক চোরশিকারি। ধৃত ব্যক্তির নাম অঞ্জন মিশ্র। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court) তোলা হয়।

Siliguri News : বাড়িতেই বন্দুক-ভোজালি! শিলিগুড়িতে বনকর্মীদের জালে কুখ্যাত চোরা শিকারি
দীর্ঘদিন ধরেই চোরা শিকারের খবর আসছিল বন দফতরের কাছে। শুক্রবার ভোর রাতে খোলাচাঁদ ফাপড়ি এলাকায় অভিযান চালিয়ে অঞ্জন মিশ্র নামে এক ব্যক্তিকে ধরে বৈকুন্ঠপুর ডিভিশনের (Baikunthapur Forest Division) ডাবগ্রাম রেঞ্জ। ধৃতের বাড়ির গোয়াল ঘর থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়াও গুলি পাওয়া গিয়েছে কিছু। কিছুদিন আগে কৃষ্ণকুমার ছেত্রী নামে একজনকে ধরে বন দফতর। তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার হয়েছিল। এরপরই জানা যায় দীর্ঘদিন ধরে চোরাশিকারিদের একটি দল বৈকুন্ঠপুর জঙ্গলে ঢুকে শিকার করছে। শুক্রবার অঞ্জন মিশ্র নামে ওই ব্যক্তির বাড়ি থেকে দুটি একনলা বন্দুক, কিছু গুলি, একটি কচ্ছপের খোল ও একটি টিয়া পাখি উদ্ধার হয়েছে। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

Arms Licence : ফের কাশীপুরে বেআইনি অস্ত্রের হদিশ, ৫টি বন্দুক সহ গ্রেফতার ১
বন দফতর সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বৈকুণ্ঠপুর জঙ্গলে চোরাশিকারিদের চক্র কাজ করছে। দিনের পর দিন শিলিগুড়ি লাগোয়া বৈকুন্ঠপুর জঙ্গলে (Baikunthapur Forest) এভাবে বন্যপ্রাণীদের শিকার চলছে অবলীলায়। ধৃত ব্যক্তির সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত বলে বন দফতরের অনুমান। আর্ন্তজাতিক বন্য প্রাণী পাচার চক্রের সঙ্গেও জড়িত কিনা সে ব্যাপারেও খোঁজ করছেন বনকর্মীরা। বহুদিন ধরেই বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বন্যপ্রাণীদের শিকার করতো অভিযুক্ত ব্যক্তি। মূলত ময়ূর, হরিণ, কচ্ছপ, বন্য শূকর শিকার করা হয়। শিকারের পর বন্যপ্রাণীদের মাংস বাজারে বিক্রি হয় চড়া দামে। বন্য প্রাণীদের দেহের বিভিন্ন অংশ পাচার করে দেওয়া হয় পার্শ্ববর্তী জেলা গুলিতে।

South 24 Parganas News : হাঙর ধরার অভিযোগ, কাকদ্বীপে গ্রেফতার ৪ মৎস্যজীবী
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর আরেক চোরা শিকারিকে হাতেনাতে ধরেন বন দফতরের আধিকারিকরা। বাড়িতে বন্দুক, ভোজালি, অস্ত্র সবই রয়েছে। লুকিয়ে জঙ্গলে ঢুকে সেসব দিয়েই বন্য জন্তুদের শিকার করতো কৃষ্ণ কুমার ছেত্রী। দিনের পর দিন শিলিগুড়ি লাগোয়া বৈকুন্ঠপুর জঙ্গলে (Baikunthapur Forest) এভাবে বন্যপ্রাণীদের শিকার চলছিল। অবশেষে সেই চোরাশিকারিকে ধরে বৈকুন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জ। সোমবার রাতে শিলিগুড়ির (Siliguri) নেপালি বস্তি এলাকা থেকে ওই ব্যক্তিকে ধরেন বনকর্মীরা। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *