Kolkata Latest News: SSKM হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী জানা যাচ্ছে? রইল বিস্তারিত আপডেট
হাইলাইটস
- রোগীরা বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেলেও SSKM হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও আতঙ্ক পুরোপুরি যায়নি।
- এবার এই ঘটনার প্রেক্ষিতে SSKM-এর এমএসবিপির অধীনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
- রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ SSKM-র রেডিয়োলজি বিভাগের সিটি স্ক্যান সেকশনে প্রথমে আগুনের ফুলকি দেখা যায়। এরপর দো’তলায় আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল দফতর। দমকলের ৯টি ইঞ্জিনের দু’ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বিল্ডিংয়ে কোনও রোগী ছিলেন না, জানানো হয়েছিল হাসপাতালের তরফে। সুরক্ষিত ছিলেন অন্যান্য রোগীরা। কিন্তু, এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে এই সুপারস্পেশালিটি হাসপাতালে কীভাবে আগুন লাগল? এই প্রসঙ্গে দমকল দফতরের প্রাথমিক অনুমান ছিল সিটি স্ক্যান মেশিনে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। কিন্তু, এই প্রশ্নের আরও নির্দিষ্ট উত্তর পাওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর।
এদিকে এই ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যায় মেয়র ফিরহাদ হাকিম। এরপরে সেখানে যান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে অরূপ বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, “সিটি স্ক্যান করার মেশিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। সেটা মেশিনের সমস্যা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখতে হবে।” শুক্রবার সেখানে ফরেন্সিক টিমের যাওয়ার কথা।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ