Suvendu Adhikari : উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা মামলা’ করেছে TMC, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী – suvendu adhikari moved calcutta high court against state government
Happy woman pointing at copy space on whiteboard

 

Suvendu Adhikari In High Court : ফের হাইকোর্টের দারস্থ হলেন রাজ্যের বিরোধীর দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করছে তৃণমূল সরকার। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

 

 

হাইলাইটস

  • হাইকোর্টের দারস্থ হলেন রাজ্যের বিরোধীর দলনেতা শুভেন্দু অধিকারী
  • শাসক দল তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করছে বলে অভিযোগ করেন তিনি
  • আগামী বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে
West Bengal News : তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি সেই অভিযোগের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১২-তে। এদিকে আদালতের (Calcutta High Court) রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে বার বার বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করা হচ্ছে? এই প্রশ্ন তুলেই ফের হাইকোর্টের দারস্থ হলেন রাজ্যের বিরোধীর দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, অন্যায় মামলা দিয়ে তাঁকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যে মামলা করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। তাই আদালতের দ্বারস্থ হন তিনি। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। Shuvendu Adhikari : ‘মানসিক সুস্থতা কামনা করি…!’ ডাকঘরে একাধিক চিঠি, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগও দায়ের সিঙ্গুর থানায়
শুভেন্দুর অভিযোগ
শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে শাসক দলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে তাঁকে। আদালতের রক্ষাকবচ থাকা সত্বেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ করছে শাসক দল (TMC)। বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্প্রতি দায়ের হয়েছে এক ডজন এফআইআর। সেই এফআইআরের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। Suvendu Adhikari : বীরবাহাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের জের, শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ মন্ত্রীর
শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে সম্প্রতি শ্রীরামপুর (Sreerampore) থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবারই এফআইআর হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। তৃণমূলের দাবি, বিধায়ক দেবনাথ হাঁসদা এবং বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এ নিয়ে ইতিমধ্যেই বীরবাহা হাঁসদা ও দেবনাথ হাঁসদা ব্যক্তিগতভাবে থানায় অভিযোগ জানিয়েছেন। আর এবার শ্রীরামপুর থানায় তৃণমূল ছাত্র পরিষদের তরফে দায়ের করা হল অভিযোগ। এ প্রসঙ্গে শেওরাফুলির যুব তৃণমূলের সভাপতি আবির দে বলেন, “আমরা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের তরফে থানায় অভিযোগ জানালাম। শুভেন্দু অধিকারী আমাদের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা কুরুচিকর। তাই এই FIR। আমরা ছাত্র পরিষদের তরফে শ্রীরামপুর পোস্ট অফিসেও যাব। সেখান থেকে আমরা গ্রিটিং কার্ড ও ফুল পাঠাব ওঁর উদ্দেশে।” Akhil Giri On President : ‘রাগের মাথায় রাষ্ট্রপতির তুলনা টেনেছি’, বিতর্ক শুরু হতেই সাফাই অখিল গিরির
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কুরুচিকর মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী দলের মধ্যে বচসা চরমে উঠেছে। পূর্ব মেদিনীপুরের বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। যাকে হাতিয়ার করে বিরোধিতায় নামে বিজেপি। একের পর এক প্রতিবাদ কর্মসূচি, রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান, অখিল গিরির পদত্যাগের দাবি তোলেন শুভেন্দু অধিকারীরা। এরপর বুধবার ঝাড়গ্রাম থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বীরবাহা হাঁসদা।

 

আশপাশের শহরের খবর

 

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *