TMC Join : পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! উলুবেড়িয়ায় CPIM-BJP ছেড়ে TMC-এ যোগ বহু নেতার – many leaders and workers joined tmc after left from cpim and bjp party in uluberia


Panchayat Election : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হতে পারে। তার আগে রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই বিরোধী শিবিরে ভাঙন ধরাল উলুবেড়িয়া উত্তর (Uluberia North) কেন্দ্র তৃণমূল কংগ্রেস।

 

tmc join.

হাইলাইটস

  • বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে
  • বিরোধী শিবিরে ভাঙন ধরাল উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেস
  • সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বহু নেতা কর্মী
West Bengal News : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হতে পারে। আর তার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। বাদ যাচ্ছে না কেউই। শাসক দল থেকে শুরু করে সব দলই এখন ব্যস্ত জনসংযোগ বাড়াতে। নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছেন সবাই। ছুটির দিন থেকে শুরু করে যে কোনও দিনই প্রচার করতে দেখা যায় তাঁদের। আর এই পরিস্থিতির মধ্যেই জোর রাজনৈতিক লড়াই শুরু হয়েছে শাসক বিরোধী শিবিরে। এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই বিরোধী শিবিরে ভাঙন ধরাল উলুবেড়িয়া উত্তর (Uluberia North) কেন্দ্র তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে হাজার বিজেপি (BJP) ও সিপিএম (CPIM) নেতা কর্মী যোগ দেন তৃণমূলে (TMC)। West Bengal News: বিরোধী শূন্য হল ভদ্রেশ্বর পুরসভা, বিজেপি ও নির্দল কাউন্সিলরের তৃণমূলে যোগদান
তৃণমূলে যোগ
এদিন বিকেলে আমতা বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ডাকা এক প্রতিবাদ সভায় বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন দলত্যাগী বিজেপি সিপিএম নেতা কর্মীরা। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা (Flag) তুলে দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দোপাধ্যায়, উলুবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যরা। Malda TMC : পঞ্চায়েত ভোটের আগে শাসক শিবিরে বড় ধাক্কা! মালদায় TMC ছেড়ে কংগ্রেসে যোগ বহু নেতার
তৃণমূলে যোগ অব্যাহত
জেলায় প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতির জনসভার দিনই ভাঙন কংগ্রেসে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC Join) যোগ দিলেন প্রায় আট শতাধিক কংগ্রেস কর্মী (Congress Worker)। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এই যোগদান সম্পন্ন হয়েছে। আর যোগদান কর্মসূচি থেকেই বিরোধীদের এক হাত নিলেন রাজ্যের মন্ত্রী। সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর ২ (Harishchandrapur) নম্বর ব্লকের দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদোল ঘাট সহ পার্শ্ববর্তী কয়েকটি বুথ থেকে প্রায় ৮০০ কংগ্রেস কর্মী যোগ দেন তৃণমূলে। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ সামাউনের নেতৃত্বে হয় এই যোগদান। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধক্ষ্য মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তবারক হোসেন চৌধুরী, প্রাক্তন সভাপতি হযরত আলি সহ অন্যরা।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *