poulomi.nath | EiSamay.Com | Updated: 18 Nov 2022, 5:57 pm
আগামী ২৫ নভেম্বর(25th November) মুক্তি পাচ্ছে বরুণ ধওয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ছবি ভেড়িয়া (Bhediya)। ছবির প্রমোশনে নানান জায়গায় যেতে হচ্ছে বরুণ ধওয়ান (Varun Dhawan), কৃতি শ্যানন-কে(Kriti Sanon)। তেমনি একদিন প্রমোশন(Promotion) করতে যাওয়ার ফাঁকে আমাদের ক্যামেরায় ধরা দিলেন বরুণ এবং কৃতি। ক্যামেরার সামনে কৃতী এবং বরুণ দু’জনকেই পোজ দিতেও দেখা যায়। সম্প্রতি ছবির প্রমোশনে জয়পুরের একটি কলেজে গিয়েছিলেন এই তারকা জুটি। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা সেই ছবিও পোস্ট করেন।