আজ সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Kolkata Weather Update)?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ। কলকাতায় ভোর এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হতে পারে। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। দিনের বেলা খুব একটা পারদ পতনের সম্ভাবনা নেই।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update)?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে। আকাশ থাকবে মেঘমুক্ত। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update)?
উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও কমছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিংয়ে। সেখানে বেড়েছে পর্যটকদের আনাগোনাও। শীতে চাদর মুড়ি দিয়ে দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে ভিড় বেড়েই চলেছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে?
জানা যাচ্ছে, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে পৌঁছবে রবি – সোমবারের মধ্যে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।