আগামী ২৪ ঘন্টা কলকাতার ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ থাকবে. আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস . আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস. গত ২৪ ঘন্টায় কলকাতা তাপমাত্রা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস. যেটা স্বাভাবিক থেকে কম ১ ডিগ্রি. কম আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক দিয়ে এক ডিগ্রি কম. পশ্চিমবাংলার উপরে সেই রকম কোন সিস্টেম নেই আগামী পাঁচ দিন. পশ্চিমবাংলা কোন জেলাতেই বৃষ্টির কোন সম্ভাবনা নেই মূলত শুষ্ক ওয়েদার থাকবে. উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন. কোন সতর্কবার্তা নেই কোন জেলার জন্যই. নট স্টিলভ হাওয়া পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যে প্রবেশ করছে তার জন্য আমরা ঠাণ্ডার একটা প্রভাব আমরা হাওয়া প্রভাবটা দেখতে পাচ্ছি .
Source link
