Aindrila Sharma: ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার চমকপ্রদ উন্নতি, জানালেন সব্যসাচী – health update of actress aindrila sharma given by sabyasachi chowdhury


poulomi.nath | EiSamay.Com | Updated: 19 Nov 2022, 4:15 pm

Embed

হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) আর তাঁর সঙ্গেই এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) এবং ঐন্দ্রিলার পরিবার। তাঁর সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় বসে রয়েছেন অসংখ্য মানুষ। তাঁকে নিয়ে যে অসংখ্য মানুষ চিন্তিত সেই কথা ভেবেই ঐন্দ্রিলা কেমন আছেন তারই আপডেট সোশ্য়াল মিডিয়ায় দিচ্ছেন সব্যসাচী চৌধুরী। এবার ঐন্দ্রিলাকে নিয়ে আরও এক পোস্ট সব্যসাচীর। পোস্টটিতে সব্যসাচী লিখেছেন, ‘কে বলে মিরাকেল হয় না? কে বলে ও চলে গেছে? এক প্রকার অনন্ত শূন্য থেকে এক ধাক্কায় ছিটকে ফিরে এলো মেয়েটা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *