Arijit Singh Aindrila Sharma : ঐন্দ্রিলার দিন-রাত খোঁজ অরিজিতের? ‘ঈশ্বরের দূত’ , ভরসা বহরমপুরবাসীর – arijit singh stands beside aindrila sharma baharampur people are immensely happy


Arijit Singh And Aindrila Sharma মুর্শিদাবাদের বাসিন্দারা ভরসা পাচ্ছেন! লড়াকু মেয়েটার পাশে রয়েছেন তাঁদের প্রিয় অরিজিৎ সিং। ঠিক কী বলছেন তাঁরা? জেনে নিন বিস্তারিত

 

হাইলাইটস

  • তাঁর শোয়ের টিকিট 75 হাজার।
  • কিন্তু, বিপদে হাত বাড়ালেই তাঁকে পান মুর্শিদাবাদের বাসিন্দারা!
  • ঐন্দ্রিলার জন্য উদ্বেগে বহরমপুরের ছেলে অরিজিৎ।
Aindrila Sharma Bengali Actress: তাঁর শোয়ের টিকিট ৭৫ হাজার। তারকাকে সামনে থেকে দেখার জন্য সেই টিকিটও হু হু করে বিক্রি হয়ে যায়। টিকিটের ‘ডায়মন্ড’ মূল্য নিয়ে রীতিমতো চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। কিন্তু, বিপদে হাত বাড়ালেই তাঁকে পান মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দারা! গায়কের ঐন্দ্রিলার পাশে দাঁড়ানোর পর থেকেই ভরসা পাচ্ছেন বহরমপুরের বাসিন্দারা। ‘আমাদের ছেলে পাশেই আছে…বিপদেও থাকবে…’, ভরসা তাঁদের। শুক্রবার সোশাল মিডিয়ায় একটি খবর কার্যত আগুনের মতো ছড়িয়ে পড়ে। এই পোস্টে বলা হয়, ঐন্দ্রিলা শর্মার চিকিৎসায় অর্থনৈতিক সাহায্য করছেন অরিজিৎ সিং (Arijit Singh)। যদিও সেই ভুল ভাঙিয়েছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।

Aindrila Sharma Health : বহরমপুরের ঐন্দ্রিলার পাশে জিয়াগঞ্জের ছেলে! সরাসরি অর্থ নয়, কী ভাবে সাহায্য অরিজিৎ সিংয়ের?
শুক্রবার রাতে একটি ফেসবুক পোস্ট করেন সব্যসাচী। সেখানে তিনি লেখেন, “চিকিৎসার খরচ নিয়ে লেখালিখি বন্ধ করা উচিত। পরিবারের সামর্থ্য অনুযায়ীই চিকিৎসা হবে। এখনও কারও থেকে এক পয়সাও অর্থসাহায্য চাওয়া হয়নি। কারও থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি। এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা এবং তার পরিবারকে ছোট করা।” একইসঙ্গে অভিনেতার সংযোজন, “গত দু’দিনের এত নেগেটিভিটির মাঝে একটামাত্র মানুষ আমায় কিছু তথ্য দিয়ে প্রথম আলোর দিশা দেখান। যাঁর সঙ্গে সারাদিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি, তিনি অরিজিৎ সিং”। ঐন্দ্রিলার জন্য উদ্বেগে বহরমপুরের ছেলে অরিজিৎ, তা এই পোস্ট থেকেই স্পষ্ট। ঐন্দ্রিলার সঙ্গে একই শিক্ষকের থেকে নাচের তালিম নিয়েছেন বহরমপুর ইন্দ্রপ্রস্তের বাসিন্দা সুমি কর্মকার। এই খবর পেয়ে তিনি বলেন, ” অরিজিৎদা এগিয়ে আসায় আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। আমি চাই দ্রুত সুস্থ হয়ে উঠুক ঐন্দ্রিলা। দিনরাত প্রার্থনা করছি।”

Aindrila Sharma : ‘মিরাকল’ ঘটালেন ঐন্দ্রিলা? শারীরিক অবস্থার সামান্য উন্নতি
ঐন্দ্রিলা নাচের শিক্ষক অভিজ্ঞান ভট্টাচার্য। তিনি বলেন, “ঈশ্বরের কাছে আমার প্রার্থনা করছিলাম। অরিজিৎকে হয়তো তিনিই দূত হিসেবে পাঠিয়েছেন। এত বড় গায়ক। কিন্তু, মুর্শিদাবাদের জন্য, এখানকার মানুষের জন্য অনেক কাজ করছেন তিনি। আমাদের কাছে অনেক বড় ভরসার জায়গা অরিজিৎ সিং।” বহরমপুর ইন্দ্রপ্রস্তের লিপিকা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই স্কুলের সামনেই দোকান সুবোধ হালদারের। আর এই সুবাদেই তিনি ঐন্দ্রিলাকে ছেলেবেলা থেকেই চেনেন। তিনি বলেন, “ঐন্দ্রিলা আগের থেকে ভালো আছে শুনে অনেকটা স্বস্তি পেলাম। অরিজিৎ সিংও ওর খোঁজ নিচ্ছেন। অনেকটা হালকা লাগছে। এবার ভালোয় ভালোয় মেয়ে ফিরে এলে স্বস্তি পাব।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *