Ayushmann Khurrana Sachin Tendulkar: শিশু দিবসে জমিয়ে খেলাধুলা করলেন সচিন-আয়ুষ্মান! – ayushmann khurrana and sachin tendulkar attended children s day event


poulomi.nath | EiSamay.Com | Updated: 19 Nov 2022, 8:11 pm

Embed

শিশুদিবস (Children’s Day) উপলক্ষে UNICEF-এর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। শিশুদের সঙ্গে জমিয়ে খেলাধুলা করে কাটালেন দুজন তারকা। নিজের স্বপ্ন বা খেলাধূলা ভুললে চলবে না।প্রত্যেক শিশুদের উচিত নিজেদের স্বপ্ন বাস্তবায়িত করার দিকে এগোনো উচিত বলে বার্তা দিলেন বলিউডের স্টাইলিশ অভিনেতা আয়ুষ্মান । এদিন শিশুদের উদ্দেশ্যে বললেন আরও অনুপ্রেরণামূলক কথা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *