Majigram Bisweswari High School : স্কুলের গেটের (School Gate) মুখেই রয়েছে কাঁচের ঢাকনা দেওয়া দুটি দেওয়াল আলমারি। সেখানে থরে থরে সাজানো রয়েছে সব পোশাক। দুঃস্থদের জন্যই সেই পোশাক রাখা হয় আলমারিতে।
হাইলাইটস
- স্কুলের গেটের সামনেই রাখা রয়েছে দুটি আলমারি
- আলমারির মধ্যে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের পোশাক
- দুঃস্থদের জন্যই স্কুলের তরফে ওই আলমারিতে পোশাক রাখা হয়
স্কুলের সামনের দেওয়ালে থরে থরে সাজানো পোশাক
মঙ্গলকোটের খুদরুন থেকে শ্যামবাজার যাওয়ার সড়কপথের ধারেই মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চমাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের গেটের মুখে বসানো হয়েছে দুটি দেওয়াল আলমারি। আর এই আলমারিই এখন প্রত্যন্ত গ্রামের বহু দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। দুঃস্থদের যাঁদের যা প্রয়োজন তাঁরা সেই আলমারি খুলে পছন্দের পোশাক নিয়ে যেতে পারছেন। এর জন্য না দিতে হচ্ছে কোনও মূল্য, না নিতে হচ্ছে কারও অনুমতি। তিনমাস ধরেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। স্কুলের এমন অভিনব ও মহান উদ্যোগ সবার প্রশংসা কুড়োচ্ছে। অনেক সহৃদয় মানুষ রেখে যাচ্ছেন জামাকাপড়। যাতে সেগুলি কারও না কারও কাজে লাগে।
দুঃস্থদের জন্য আলমারি
মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুব্রত সাহা বলেন, “এমনিতেই আমাদের স্কুলে সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নেওয়া হয়। স্কুলের সহশিক্ষক শিক্ষিকাদের ও ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এই রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে যান যাঁদের পরনে পোশাক ঠিক মতো থাকে না। আবার অনেকের বাড়িতে অব্যবহৃত অতিরিক্ত পোশাক পড়েই থাকে। সেগুলি বহু দুঃস্থ মানুষের উপকারে আসতে পারে।”
মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই বলেন, “প্রধান শিক্ষক যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এই ভাবে সকলেই যদি এগিয়ে আসেন তাহলে সমাজ আরও এগিয়ে যাবে।” এ প্রসঙ্গে স্কুলের শিক্ষকরা বলেন, “এই জন্যই আলমারি দুটি স্কুলের বাইরের দিকে করা হয়েছে। যাতে কেউ দিনের বেলায় সবার সামনে লজ্জাবোধ করলে রাতের দিকেও নিজের প্রয়োজন মতো পোশাক সেখান থেকে নিতে পারেন।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ