Fire In School : চন্দননগর (Chandannagar School) নোনাতলা এলাকার একটি বেসরকারি স্কুলের (School) কম্পাউন্ডের মাঠে আগুন ধরে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল। খবর পেয়ে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।
হাইলাইটস
- চন্দননগরের একটি বেসরকারি স্কুলের মাঠে আগুন
- আগুনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়
- দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে
এই ঘটনা প্রসঙ্গে ১৬ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর অভিজিৎ সেন বলেন, “কর্তৃপক্ষ যাদের দেখাশোনার জন্য রেখেছেন দীর্ঘদিন ধরে এলাকায় জঙ্গল অবস্থায় পড়ে রয়েছে। তারা সহজে সমাধানের জন্য আগুন লাগিয়ে দিয়েছেন। এটা পরিবেশ বিরোধী এর ফলে মানুষের প্রাণ বা অনেক বড় ক্ষতি হতে পারত। এলাকার মানুষ ছুটে এসে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে। আমি দমকলে খবর দিই। তারা এসে আগুন নেভায়। কর্পোরেশনের পক্ষ থেকে যা পদক্ষেপ করার আমরা তা নেওয়ার ব্যবস্থা করব।”
স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ মল্লিক বলেন, “পাড়ার একটি দোকানের সামনে বসেছিলাম। ঠিক সেই সময় দেখতে পাই হঠাৎ কালো ধোঁয়ায় এলাকা পুরো ঢেকে যায়। গোটা এলাকাতেই ধোঁয়া ভর্তি হয়ে গিয়েছিল। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। কোথায় আগুন লেগেছিল তা বুঝতে পারিনি। তারপর স্কুলের কাছে গিয়ে দেখি সেখানে মাঠের মধ্যে আগুন লেগেছে। প্রথমে দমকল ও পরে চন্দননগর থানায় খবর দেওয়া হয়। তারাই এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্কুলের দুই কেয়ারটেকার এই আগুন লাগিয়েছিল। মশা-মাছি তাড়ানোর জন্যই তারা এই আগুন লাগিয়েছিল। আর সেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। তবে এভাবে আগুন লাগানো একেবারেই ঠিক নয়। কারণ ওই স্কুলের আশপাশে অনেক বাড়ি রয়েছে ফলে মাঠ থেকে সেই আগুন বাড়িতেও লেগে যেত পারত। তার থেকে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।”
দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে কী কারণে, কী থেকে আগুন লেগেছিল তা নিয়ে অবশ্য স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও কিছুই জানানো হয়নি। যদিও মশার জন্যই স্কুলের মধ্যে আগুন জ্বালানো হয়েছিল বলে অনুমান দমকলের।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ