দিঘা মোহনার মৎস্য আড়ত সূত্রে জানা গিয়েছে, দিঘার কৈলাস বরের মা দুর্গা ট্রলারে ধরা পড়ে দৈত্যাকৃতি চিল-শংকর মাছ। শুক্রবার দিঘা মোহনার মৎস্য আড়তে নিয়ে আসা হয় দৈত্যাকার মাছটিকে৷ নিলাম কেন্দ্রে SSB কাঁটায় বিক্রির জন্য নিয়ে আসা হলে বিশাল আকৃতির মাছটিকে৷ ভ্যানে করে মাছটিকে আড়তে আনা হয়৷ মাছটি বিশালাকার দেহে ভ্যানটি পুরো ঢেকে যায়৷ এমনকি রাস্তায় লুটোতে থাকে মাছের নীচের অংশ ও লেজটি৷
মাছটিকে ভ্যান থেকে মাটিতে নামাতেও বেশ বেগ পেতে হয় মৎস্যজীবীদের৷ এদিন আড়তে আনার পর এই মাছ দেখতে এবং ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বলতে শুরু করেন, মাছটির যা সাইজ, তাতে একটি মানুষ এর ভিতর ঢুকে যাবে৷ দিঘায় আগত পর্যটকরাও ভিড় করেন মাছটিকে একঝলক দেখতে। ছবি তোলার হিড়িক পড়ে যায় পর্যটকদের মধ্যেও৷ সকলেই একবার এত বড় মাছ চাক্ষুষ করার নেশায় মত্ত হে পড়েন৷
জানা গিয়েছে, চিল-শংকর মাছটির ওজন ৫০০ কিলো৷ এটিকে দিঘা মোহনা মৎস্য আড়তে এনে নিলামে তোলা হয়৷ অনেক দরদামের পর নিলামে কুড়ি হাজার টাকা মূল্যে কলকাতার একটি কোম্পানি কিনে নেয় দৈত্যাকার মাছটিকে। এই মরশুমে এত বড় মাছ এই প্রথম উঠল বলে দিঘা মোহনা আড়তের মৎস্য ব্যবসায়ীরা জানান।
মৎস্যজীবী আবু সেলিম মণ্ডল বলেন, “কৈলাস বরের জালে মাছটি ধরা পড়েছে৷ সচরাচর এত বড় মাছ দেখা যায় না৷ অনেক দিন পর এত বড় ধরনের মাছ উঠল জালে৷ এটি ২০ হাজার টাকায় বিক্রি হল৷” গৌরাঙ্গ গঙ্গোপাধ্যায় নামে আর এক মৎস্যজীবী বলেন, “পাঁচ কুইন্ট্যাল ওজনের চিল-শংকর মাছটি ২০ হাজার টাকায় কিনে নেয় কলকাতার একটি কোম্পানি৷” আর এক মৎস্যজীবী জানান, একটি বিশালাকার চিল –শংকর মাছ কৈলাস বরের SSB কাঁটায় উঠেছে৷ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে৷” এত বড় মাছ ওঠায় খুশি মৎস্যজীবীরা৷