Duare Sarkar Camp : ক্লাস বন্ধ রেখে কলেজে দুয়ারে সরকার ক্যাম্প! প্রতিবাদে পোস্টার কোন্নগরে – sfi show protest for duare sarkar camp in nabagram hiralal paul college


Nabagram Hiralal Paul College : হুগলির কোন্নগর নবগ্রামে হীরালাল পাল কলেজে (Nabagram Hiralal Paul College) ক্লাস বন্ধ রেখে চলছে দুয়ারে সরকার (Duare Sarkar Camp) ক্যাম্প! এর প্রতিবাদে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ SFI-এর।

 

college.

হাইলাইটস

  • ক্লাস বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প চলছে কলেজে
  • হুগলির কোন্নগর নবগ্রামে হীরালাল পাল কলেজে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে
  • দুয়ারে সরকার ক্যাম্পের বিরোধিতায় সরব SFI
West Bengal News : হুগলির কোন্নগর নবগ্রামে হীরালাল পাল কলেজে (Nabagram Hiralal Paul College) ক্লাস বন্ধ রেখে চলছে দুয়ারে সরকার (Duare Sarkar Camp) ক্যাম্প! আর এর প্রতিবাদে পোস্টার হাতে রাস্তায় নামল SFI। সূত্রের খবর, শুক্রবার কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে নোটিশ জারিও করেছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে ও কোন্নগরের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে এসএফআই। পোস্টারে (SFI Poster) লেখা আছে, “নবগ্রাম হীরালাল পাল কলেজে পঠন পাঠন বন্ধ করে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও।” শনিবার সকাল থেকেই বিভিন্ন পোস্টার হাতে নবগ্রাম স্টেশন (Nabagram Station) এলাকায় বিক্ষোভ দেখায় এসএফআই সদস্যরা। Duare Sarkar Camp : পরীক্ষা চলাকালীন দুয়ারে সরকার ক্যাম্প আরামবাগ স্কুলে, প্রশ্ন
দুয়ারে সরকার ক্যাম্প ঘিরে রাজনৈতিক তরজা
যদিও এ নিয়ে কলেজের গভার্নিং বডির সভাপতি তথা নবগ্রাম তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মজুমদার বলেন, “দুয়ারে সরকার শিবির সাধারণ মানুষের বিভিন্ন সুবিধার জন্য করা। সেই জন্য কলেজ বন্ধ রয়েছে। কলেজে সেভাবে কোনও ক্লাস হচ্ছে না। তাই প্রিন্সিপাল দায়িত্ব নিয়েছেন। ৩ শতাংশের নীচে নেমে গিয়েছে SFI-এর ভোট। আর সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই কারণেই তারা এসব করছে। স্বাস্থ্য সাথী, লক্ষী ভাণ্ডারে সব থেকে বেশি সুবিধা নিচ্ছে সিপিএমের লোক। দুয়ারে সরকারের শিবিরে অনেকগুলি কাউন্টার করা হয়, সেগুলি চালাতে গেলে নীচের ঘরগুলি ব্যবহার করতে হয়। তাই জন্যই কলেজ সাময়িকভাবে বন্ধ রেখে আজকের জন্য দুয়ারে সরকারের শিবির করছি। এতে ছাত্রছাত্রীদের কোনও অসুবিধা হবে না। অসুবিধা হলে তারাই শুক্রবার আন্দোলন করত। যখন নোটিশ দেওয়া হয়েছে তখন ছাত্র-ছাত্রীরা কোনও আন্দোলন করেনি। পঠন পাঠন এখন সেরকম ভাবে হচ্ছে না। তাই করা হয়েছে।” Uttarpara Municipality : প্রতিরোধে ব্যর্থ! ‘দুয়ারে ডেঙ্গি’ লেখা ব্যনার নিয়ে উত্তরপাড়ায় BJP-র বিক্ষোভ
কী বলছে SFI?
এদিকে তৃণমূলের দাবি মানতে নারাজ এসএফআই সদস্যরা। কলেজ বন্ধ করে দুয়ারে সরকার ক্যাম্প করা নিয়ে সরব হয়েছে তারা। এ প্রসঙ্গে এসএফআই হুগলি জেলা সভাপতি অর্ণব দাস বলেন, “দুয়ারে সরকার ক্যাম্প হতেই পারে,তবে সেটা কলেজ বন্ধ করে নয়। এই ক্যাম্প করার জন্য অনেক মাঠ আছে সেখানে হোক। পঠনপাঠন বন্ধ করে নয়। তৃণমূলের নেতা মন্ত্রীদের অনেক টাকা, দুয়ারে চোর, দুয়ারে মদ, তা থেকে অনেক রোজগার করেছে। খাটের তলা থেকে টাকা বার করে মানুষকে বিলিয়ে দিন। সেই টাকা দিয়ে দুয়ারে সরকারের ক্যাম্প করুন। তবে তাদের প্রায়শ্চিত্ত হবে। না হলে কোনও দিনই হবে না।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *