KLO : নিশীথ প্রামাণিক ও জন বার্লার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ভিডিয়ো বার্তায় দাবি KLO-র – political conspiracy against nisith pramanik and john barla claim klo secretary in video message


West Bengal News কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik ) ও জন বার্লার (John Barla) বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রাজনৈতিক চক্রান্ত (Political Conspiracy) করা হচ্ছে বলে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তা KLO সেক্রেটারি পাভেল কোচের। পাশাপাশি পৃথক রাজ্যের আন্দোলনকে দমন করার চেষ্টা করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দিলেন পাভেল কোচ (Pavel Koch)। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল৷

Cooch Behar News : কেন্দ্রীয় মন্ত্রীকে সমর্থন KLO-র, ভাইরাল ভিডিয়ো বার্তা
এই ভিডিয়োয় KLO সেক্রেটারি পাভেল কোচ দাবি করেন, গভীর ষড়যন্ত্র এবং রাজনৈতিক চক্রান্ত করে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে৷ বাম আমলেও কত মানুষের ওপর অত্যাচার চলছে৷ অনেককে তাঁরা হারিয়েছেন বলেও দাবি করেন৷ তবে এত নোংরা রাজনীতি বিশ্ব কোনও দিন দেখেনি বলেও এদিন ভিডিয়ো বার্তায় মন্তব্য করতে শোনা যায় তাঁকে৷ তিনি এদিন জোর গলায় দাবি করেন, পৃথক রাজ্যের যে আন্দোলন চলছে, তা থামার নয়। এই আন্দোলন একদিন সফল হবেই। এমনকি পৃথক রাজ্যের এই আন্দোলনকে দমন করার চেষ্টা করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি৷

BJP MP John Barla: নিশীথ প্রামাণিকের পর বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। ২০০৯ সালে দু’টি সোনার দোকানে চুরির (Robbery In Shop) ঘটনায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর BJP সাংসদ জন বার্লার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত। অভিযোগ, ২০১৯ সালে লোকসভা ভোটে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন জন বার্লা৷

John Barla : গ্রেফতারি পরোয়ানা জারি হতেই আত্মসমর্পণ, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি জন বার্লার
জানা যায়, ২০০৯ সালে আলিপুরদুয়ার (Alipurduar) এলাকায় দু’জন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুঠপাটের ঘটনায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের। আগেও এই মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে সেবার তিনি পরে আদালতে হাজিরা দেন। এবার ফের ওই একই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর জন বার্লার নামেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়৷ কোর্টে তাঁর আইনজীবী বা জন বার্লা না আসায়, তাঁর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ মহকুমা (Tufanganj) দায়রা আদালত। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এবার তাঁদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ভিডিয়ো বার্তায় গভীর ষড়যন্ত্র এবং রাজনৈতিক চক্রান্ত অ্যাখ্যা দিলেন KLO সেক্রেটারি পাভেল কোচ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *