এই ভিডিয়োয় KLO সেক্রেটারি পাভেল কোচ দাবি করেন, গভীর ষড়যন্ত্র এবং রাজনৈতিক চক্রান্ত করে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে৷ বাম আমলেও কত মানুষের ওপর অত্যাচার চলছে৷ অনেককে তাঁরা হারিয়েছেন বলেও দাবি করেন৷ তবে এত নোংরা রাজনীতি বিশ্ব কোনও দিন দেখেনি বলেও এদিন ভিডিয়ো বার্তায় মন্তব্য করতে শোনা যায় তাঁকে৷ তিনি এদিন জোর গলায় দাবি করেন, পৃথক রাজ্যের যে আন্দোলন চলছে, তা থামার নয়। এই আন্দোলন একদিন সফল হবেই। এমনকি পৃথক রাজ্যের এই আন্দোলনকে দমন করার চেষ্টা করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি৷
প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। ২০০৯ সালে দু’টি সোনার দোকানে চুরির (Robbery In Shop) ঘটনায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর BJP সাংসদ জন বার্লার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত। অভিযোগ, ২০১৯ সালে লোকসভা ভোটে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন জন বার্লা৷
জানা যায়, ২০০৯ সালে আলিপুরদুয়ার (Alipurduar) এলাকায় দু’জন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুঠপাটের ঘটনায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের। আগেও এই মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে সেবার তিনি পরে আদালতে হাজিরা দেন। এবার ফের ওই একই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর জন বার্লার নামেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়৷ কোর্টে তাঁর আইনজীবী বা জন বার্লা না আসায়, তাঁর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ মহকুমা (Tufanganj) দায়রা আদালত। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এবার তাঁদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ভিডিয়ো বার্তায় গভীর ষড়যন্ত্র এবং রাজনৈতিক চক্রান্ত অ্যাখ্যা দিলেন KLO সেক্রেটারি পাভেল কোচ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল৷