Kolkata To Itanagar Flight : চলতি মাসেই কলকাতা থেকে ইটানগর সরাসরি উড়ান, কবে থেকে পরিষেবা শুরু? – donyi polo airport indigo to start flights from kolkata to itanagar from 28 november


কলকাতা থেকে ইটানগর যাওয়ার জন্য আর ঝামেলা পোয়াতে হবে না। এবার এবার কলকাতা থেকে সরাসরি বিমানে পৌঁছে যাওয়া যাবে ইটানগর (Kolkata To Itanagar Flight)। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) উদ্বোধন করেছেন হলঙ্গি তথা Donyi Polo Airport-এর। আর এরপরই ইন্ডিগো এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ তারিখ থেকে কলকাতা থেকে Donyi Polo Airport পর্যন্ত বিমান চলাচল করবে।অরুনাচল প্রদেশের ইটানগরের হলঙ্গি বা Donyi Polo Airport থেকে মুম্বাই এবং কলকাতা পর্যন্ত সরাসরি বিমান চালাবে IndiGo সংস্থা। এটাই অরুণাচল প্রদেশের প্রথম Greenfield Airport-র।

Donyi Polo Airport : ‘বিরোধীদের মুখে থাপ্পড়!’ অরুণাচলের হলঙ্গি বিমানবন্দরের উদ্বোধনে তোপ নরেন্দ্র মোদীর
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী এই বিমানবন্দরের শিলান্যাস করেন। এদিন তাঁর হাতেই উদ্বোধন করা হয় এই বিমানবন্দরের। ৬৯০ একর এলাকায় ৬৪০ কোটি টাকা ব্যয়ে করা হয়েছে ‘Donyi Polo Airport’। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই বিমানবন্দরে তৈরি হয়েছে আটটি চেক ইন কাউন্টার। যে কোনও আবহাওয়ায় সচল থাকবে এই বিমানবন্দর। ইটানগর থেকে ১৫ কিলোমিটার দুরে Hollongi বিমানবন্দর। এই বিমানবন্দরের Welcome Gate তৈরি করা হয়েছে হর্নবিল পাখির আদলে।

Mask For Air Travel: বিমান যাত্রায় আর বাধ্যতামূলক নয় মাস্ক, নির্দেশ কেন্দ্রের
IndiGo-র তরফে জানানো হয়েছে, আগামী ২৮ তারিখ থেকেই বাণিজ্যিক বিমান চালু করা হবে। সেখান থেকে কলকাতা পর্যন্ত বিমান চলাচল শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। জানা গিয়েছে, কলকাতা থেকে হলঙ্গি পর্যন্ত প্রথম বিমানটি ছাড়বে সকাল ১১টা ৫ মিনিটে। যেটি ইটানগর পৌঁছবে বেলা ১২টা বেজে ৩৫ মিনিটে। ফিরতি পথে হলঙ্গি থেকে বিমান ছাড়বে দুপুর ১টা বেজে ৫ মিনিটে। যেটি কলকাতায় এসে পৌঁছবে দুপুর ৩টে। উল্লেখ্য, এই নিয়ে অরুণাচলপ্রদেশে হলঙ্গি সহ মোট চারটি বিমানবন্দর হল। তবে এই মুহূর্তে কলকাতা থেকে অরুণাচলপ্রদেশ যাওয়ার কোনও নন স্টপ ফ্লাইট ছিল না। তবে হলঙ্গি বিমানবন্দর থেকে এই নন স্টপ উড়ান শুরু হচ্ছে।

Kolkata To Arunachal Flight : সহজে অরুণাচল ভ্রমণে শীঘ্রই শুরু কলকাতা-ইটানগর উড়ান, বিমান ভাড়া কত?
ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo Airlines) সংস্থার ইতামোটো ট্রাভেল বিভাগ কলকাতা থেকে ইটানগর পর্যন্ত বিমান চালাবে। এর জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে অগ্রীম বুকিং করা যাবে। নম্বরটি হল- ৮৭৮৭৩৯৫৭৮০। ইন্ডিগো সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা তেকে হলঙ্গি বিমানবন্দরের বিমান ভাড়া ৩ হাজার ৯৯৯ টাকা। ইন্ডিগোর পাশাপাশি FlyBig-ও সেখান থেকে বিমান চালাবে। এয়ারলাইন্স ফ্লাইবিগ সংস্থাও কলকাতা-অরুণাচল নন স্টপ বিমান চালাবে। এই বিমানবন্দর থেকে ডিব্রুগড়, তেজু এবং পাসিঘাট পর্যন্ত বিমান চালানোর প্রস্তাব দিয়েছে Alliacne Airlines।

Hollongi Airport : স্বাগত জানাবে ‘হর্নবিল গেট’, মোদীর হাতে উদ্বোধনের জন্য প্রস্তুত হলঙ্গি বিমানবন্দর
ইটানগরের পাশাপাশি এবার চালু হচ্ছে গুয়াহাটি থেকে ভুবনেশ্বর পর্যন্ত বিমান চলাচল। আগামী বছরের শুরুতেই এই রুটেও সরাসরি উড়ান পরিষেবা শুরু হবে। এই রুটেও বিমান পরিষেবা দেবে ইন্ডিগো সংস্থা। আগে এই রুটে বিমান চলাচল করত। কিন্তু, করোনা পর্বে এই রুটে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *