Malda Money Recovery Update ফের রাজ্যে বিপুল টাকা উদ্ধারের ঘটনা। মালদার এক ভিন রাজ্যের শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৭ লাখ টাকা। রইল বিস্তারিত আপডেট…

হাইলাইটস
- ফের বিপুল পরিমাণে অর্থ উদ্ধার মালদায়।
- কালিয়াচক থানার গঙ্গা নারায়ণপুর এলাকায় ভিন রাজ্যের শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 37 লাখ টাকা।
- পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাড়ির মালিক ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল৷
STF সূত্রে খবর, এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল এই বাড়িতে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ কথা বলা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গেও৷ এই বাড়িতে কে বা কারা থাকত, তার হদিশ পেতে আশপাশের লোকজনের সাহায্য নেওয়া হচ্ছে৷ এই বাড়িতে কাদের যাতায়াত ছিল, সে ব্যাপারেও খোঁজখবর শুরু করেছে পুলিশ৷ এই বিপুল পরিমাণ টাকার উৎস খুঁজতে এই মুহূর্তে মরিয়া পুলিশ৷
এত টাকা কাউকে দেওয়ার জন্য রাখা হয়েছিল কিনা বা কোনও দুর্নীতির জন্য এই টাকা দেওয়া হয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ৷ প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই রাজ্যে টাকা উদ্ধার নিয়ে সরগরম রয়েছে রাজ্য রাজ্যনীতি৷ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নানান সময় উদ্ধার হয়েছে৷ কখনও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বিপুল পরিমাণ অর্থের হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারীরা৷ ফলে এই টাকাও কোনও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত কিনা, তার হদিশ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ অন্য রাজ্য থেকে এই টাকা এখানে এসেছে কিনা, তাও তদন্তে নেমে খোঁজখবর করছেন পুলিশ আধিকারিকরা৷
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ