Money Recovery: ফের রাজ্যে বিপুল অর্থ উদ্ধার, পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে মিলল লাখ লাখ টাকা – west bengal 37 lakh recover from a person house in malda


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 19 Nov 2022, 7:13 pm

Malda Money Recovery Update ফের রাজ্যে বিপুল টাকা উদ্ধারের ঘটনা। মালদার এক ভিন রাজ্যের শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৭ লাখ টাকা। রইল বিস্তারিত আপডেট…

 

west Bengal
উদ্ধার লাখ লাখ টাকা

হাইলাইটস

  • ফের বিপুল পরিমাণে অর্থ উদ্ধার মালদায়।
  • কালিয়াচক থানার গঙ্গা নারায়ণপুর এলাকায় ভিন রাজ্যের শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 37 লাখ টাকা।
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাড়ির মালিক ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল৷
West Bengal News: ফের বিপুল পরিমাণে অর্থ (Huge Amount) উদ্ধার মালদায় (Malda)। কালিয়াচক থানার (Kaliachak Police Station) গঙ্গা নারায়ণপুর এলাকায় ভিন রাজ্যের শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৭ লাখ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাড়ির মালিক ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল৷ যদিও বেশ কয়েক মাস আগে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ৷ এই টাকা সেই ব্যক্তির বলেই অনুমান পুলিশের৷ ফলে এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে সরাসরি যোগ রয়েছে মাদক কারবারের যোগ রয়েছে বলেও প্রাথমিক অনুমান পুলিশের৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ STF সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার গঙ্গা নারায়ণপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় রাজ্য পুলিশের STF৷ সেই বাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অর্থ। এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে সরাসরি যোগ রয়েছে মাদক কারবারের। আরও জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থানার মজোমপুর থেকে হেরোইন সহ রয়েল শেখ নামে এক যুবককে গ্রেফতার করে CID। STF সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অর্থ রয়েল শেখের। রয়েল শেখের স্ত্রী ফতেমা বিবিকে এই মামলায় মূল অভিযুক্ত করে ঘটনার খতিয়ে দেখছে পুলিশ।

Howrah Station : হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই লাখ লাখ টাকা উদ্ধার, চক্ষু চড়কগাছ পুলিশের
STF সূত্রে খবর, এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল এই বাড়িতে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ কথা বলা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গেও৷ এই বাড়িতে কে বা কারা থাকত, তার হদিশ পেতে আশপাশের লোকজনের সাহায্য নেওয়া হচ্ছে৷ এই বাড়িতে কাদের যাতায়াত ছিল, সে ব্যাপারেও খোঁজখবর শুরু করেছে পুলিশ৷ এই বিপুল পরিমাণ টাকার উৎস খুঁজতে এই মুহূর্তে মরিয়া পুলিশ৷

Cash Recover : ফের টাকার পাহাড় শহরে! উল্টোডাঙায় আমির-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার নগদ দেড় কোটি
এত টাকা কাউকে দেওয়ার জন্য রাখা হয়েছিল কিনা বা কোনও দুর্নীতির জন্য এই টাকা দেওয়া হয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ৷ প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই রাজ্যে টাকা উদ্ধার নিয়ে সরগরম রয়েছে রাজ্য রাজ্যনীতি৷ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নানান সময় উদ্ধার হয়েছে৷ কখনও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বিপুল পরিমাণ অর্থের হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারীরা৷ ফলে এই টাকাও কোনও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত কিনা, তার হদিশ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ অন্য রাজ্য থেকে এই টাকা এখানে এসেছে কিনা, তাও তদন্তে নেমে খোঁজখবর করছেন পুলিশ আধিকারিকরা৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *