Nadia News : কৃষ্ণনগরে দুষ্কৃতী তাণ্ডব-বোমাবাজি, আতঙ্কে বাসিন্দারা – violent and bombing incident in krishna nagar residents are fear


West Bengal News পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শাসকদলে (Ruling Party) গোষ্ঠীদ্বন্দ্ব! দুষ্কৃতী তাণ্ডব ও বোমাবাজির অভিযোগে শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগরের (Krishnanagar) নগেন্দ্রনগরে৷ এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, এদিন রাত দশটা নাগাদ একদল দুষ্কৃতী ওই এলাকায় বোমাবাজি করে ও বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালি থানার পুলিশ (Kotwali Police Station)। অভিযোগ, পুলিশের সামনেও চলে বোমাবাজি। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরেও এলাকায় তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়।

South 24 Parganas News : CPIM-র দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের তাণ্ডব! সোনারপুরে গুঁড়িয়ে দেওয়া হল শহিদ বেদী
দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন যুব তৃণমূল কংগ্রেসের (Yuva Trinamool Congress) সক্রিয় কর্মী বনমালি মোদকের বাড়িতে তাঁর ছেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। রাত দশটা নাগাদ বেশকিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায় ও বোমাবাজি করে বলে অভিযোগ। অবশ্য পালটা হামলা চালানোর অভিযোগ উঠেছে ওই যুব তৃণমূল কর্মী আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এলাকায় তাজা বোমাও উদ্ধার হয়৷ এই ঘটনায় ভীষণ আতঙ্কিত এলকাবাসী। পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা।

South 24 Parganas News : ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, বোমাবাজির অভিযোগ
স্থানীয় এক মহিলার দাবি, একজনও পরিচিত কেউ নয়৷ সকলের হাতেই বন্দুক এবং রামদা ছিল৷ এলাকায় এই প্রথম দুষ্কৃতী তাণ্ডব এবং বোমাবাজি হতে দেখেন বলেও দাবি ওই বাসিন্দার৷ ঘটনা প্রসঙ্গে বনমালি মোদকের স্ত্রী শ্রেয়া সাহা বলেন, “আমার বাড়িতে ঘরোয়াভাবে জন্মদিনের অনুষ্ঠান চলছিল৷ আচমকা জনা তিরিশেক দুষ্কৃতী হামলা করে বাড়িতে৷ হাতে আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে এসে অবাধে ভাঙচুর চালায়৷ পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা ছাড়াও তাঁদের সঙ্গে ধস্তাধস্তিও করে৷ তিনটি বোমা মারে দুষ্কৃতীরা৷ দুটো পুলিশের সামনেই মারে৷” তিনি আরও বলেন, “ওদের নাম না জানলেও, প্রত্যেককেই চিনি৷ এলাকায় থাকতে পারছি না ওদের তাণ্ডবে৷ আমি ওদের শাস্তি চাই৷”

Asansol News : ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ছেলে
কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার বলেন, “যুব তৃণমূলের এক সক্রিয় কর্মীর বাড়িতে দশটা নাগাদ হামলা হয়েছে বলে ফোন পাই৷ মহিলাদের শ্লীলতাহানি থেকে শুরু করে এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই এবং স্থানীয় কাউন্সিলরকে খবর দিই৷ আমরা ঘটনাস্থলে গিয়েই দেখি মুখ বাঁধা অবস্থায় বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রয়েছে৷’ তবে এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ তিনি৷ তাঁর দাবি, দুষ্কৃতীদের কোনও দল হয় না৷ তবে দুষ্কৃতীরা যাঁরই ছত্রছায়ায় থাকুক না কেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানান প্রশাসনের কাছে৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *