Paresh Adhikary On Nisith Pramanik : আলিপুরদুয়ার আদালতের তরফে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোনার দোকানে চুরির ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে নিশীথের। এবার তা নিয়ে সরব হলেন পরেশ অধিকারী।

হাইলাইটস
- নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালতের তরফে
- নিশীথের বিরুদ্ধে এবার সরব হয়েছেন পরেশ অধিকারী
- কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী
নিয়োগে বেনিয়মের অভিযোগ পরেশের বিরুদ্ধে
গত ২০১৭ সালে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে (TMC) যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। তাঁর তৃণমূলে যোগ দেওয়ার কিছু দিনের মধ্যেই তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি হয়ে যায়। অভিযোগ উঠেছিল, পরেশ অধিকারী নিজের প্রভাব খাটিয়ে মেরিট লিস্টে তাঁর মেয়ের নাম না থাকা সত্ত্বেও চাকরি দিয়েছেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টের বিচারপতি তাঁর মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করে। চাকরি চলাকালীন যে বেতন নিয়েছিলেন তাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো বেতনও ফেরত দিয়েছিলেন তিনি।
নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ারের থার্ড জুডিশিয়াল কোর্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২০০৯ সালে আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির মামলার ঘটনায় গত ১১ নভেম্বর আদালতে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সেখানেই মন্ত্রী কিংবা মন্ত্রী তরফে কেউ হাজিরা না দেওয়ায় আদালতের তরফে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। “চোর ধরো জেল ভরো” অভিযানকে সামনে রেখে কোচবিহার জেলাজুড়ে আন্দোলন শুরু করেছে তৃণমূল।
নিশীথকে নিয়ে পরেশের পোস্ট
আর এই বিতর্কের মধ্যেই এবার নিশীথের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে পরেশকে। শুক্রবার দেখা যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী সোশাল মিডিয়ায় নিশীথ প্রামাণিকের ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন। আর সেই পোস্টে লেখা রয়েছে “চোর ধর ও জেল ভরো। সোনার দোকানে চুরির মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা কেন্দ্রের মন্ত্রীর কুকর্মের ফল। কোচবিহারের লজ্জা।” আর পরেশের এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যিনি নিজে বড় দুর্নীতি সঙ্গে যুক্ত, দুর্নীতির জন্য যাঁর মন্ত্রিত্ব চলে গিয়েছে, তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন!
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
