Sealdah Station : শিয়ালদা স্টেশনের বাইরে পুলিশের গাড়িতে আগুন, চাঞ্চল্য এলাকায় – a police car caught fire outside of sealdah station


Fire In Sealdah Station : শিয়ালদা স্টেশনের (Sealdah Station) বাইরে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। আগুন লাগে দুটি বাইকেও।

 

হাইলাইটস

  • শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে আগুন
  • আগুন ছড়িয়ে পড়ে পুলিশের গাড়ির পাশে থাকা দুটি বাইকেও
  • শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান পুলিশের
West Bengal News : সাত সকালে চাঞ্চল্য ছড়াল শিয়ালদা স্টেশনের বাইরে। শিয়ালদা স্টেশনের (Sealdah Station) বাইরে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে আচমকা আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। আর সেই গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি বাইকেও। আগুন লাগার ফলে পুলিশের গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সময় ওই গাড়িতে কেউ ছিলেন না। তবে কী কারণে গাড়িতে আগুন লাগল তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। Hooghly Fire : চন্দননগরে দিল্লি রোডের পাশে ভয়াবহ আগুন, পরে নিয়ন্ত্রণে
ঠিক কী হয়েছিল?
শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে অনেক সময়ই পুলিশের গাড়ি দাঁড় করানো থাকে। শনিবারও তেমন ভাবেই স্টেশনের বাইরে পার্কিংয়ে রাখা ছিল পুলিশের গাড়িটি। যদিও সেই সময় ওই গাড়িতে কেউ ছিলেন না বলেই জানা গিয়েছে। এদিকে সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকা ওই গাড়িতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাশে দাঁড় করিয়ে রাখা ২টি মোটরবাইকও। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশের গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। North 24 Parganas News : আমডাঙায় ই-কমার্স সংস্থার গোডাউনে ভয়াবহ আগুন! কারণ খতিয়ে দেখছে দমকল
আতঙ্কিত ট্রেন যাত্রীরা
এদিকে ব্যস্ত সময়ের মধ্যে আচমকা পুলিশের গাড়িতে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মনে। এরপর তড়িঘড়ি পুলিশ এসে এলাকাটিকে পুরো ঘিরে ফেলে। তবে পুলিশের গাড়ির পাশাপাশি পুড়ে যায় দুটি বাইকও। এক বাইক মালিক বলেন, “আমি খাবার নেওয়ার জন্য স্টেশনের ভিতরে ঢুকেছিলাম। আর বাইকটি রাখা ছিল পার্কিংয়ে। তার পাশেই ছিল পুলিশের গাড়ি। এসে দেখি পুলিশের গাড়ির পাশাপাশি আমার গাড়িও জ্বলছে। অনেকে গাড়িটিকে টেনে বের করার চেষ্টা করেন। তবে গাড়িটি আগুনে এতটা গরম হয়ে গিয়েছিল যে তা আর সম্ভব হয়নি। আমিও চেষ্টা করেছিলাম। কিন্তু, পারিনি। গাড়িটা পুরো পুড়ে গিয়েছে।”SSKM Hospital Fire: আগুন নিভলেও কাটছে না আতঙ্ক, X-ray মেশিন থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা
এদিকে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে বড়সড় ক্ষতির মুখ থেকে রক্ষা পায় SSKM হাসপাতাল। দমকলের ৯টি ইঞ্জিনের দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হাসপাতাল সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের কোনও ক্ষতি হয়নি। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ SSKM-র রেডিয়োলজি বিভাগের সিটি স্ক্যান সেকশনে আগুন ফুলকি দেখা গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন দো’তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে একের পর এক দমকলের গাড়ি। মইতে করে দো’তলায় উঠে জল দিতে শুরু করেছিলেন তাঁরা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *