Shantipur News : মানবিক তৃণমূল বিধায়ক! দুর্ঘটনায় আহত ব্যক্তিকে পৌঁছলেন হাসপাতালে – santipur tmc mla rescued injured person from road and took him to hospital


West Bengal News তৃণমূল বিধায়কের মানবিক মুখ দেখলেন শান্তিপুরবাসী। শান্তিপুরের (Shantipur) বিধায়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসার জন্য। শুক্রবার রাতে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের ষড়ভুজ বাজার মোড় সিদ্ধেশ্বরী মন্দির এলাকায় এক ব্যক্তিকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান শান্তিপুরের বিধায়ক (MLA) ব্রজকিশোর গোস্বামী (Brajkishore Goswami)৷ এখানেই শেষ নয়, আহত ব্যক্তির শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন তিনি৷ আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়৷

Howrah Accident : হাওড়া স্টেশনের কাছে বেপরোয়া বাসের ধাক্কা, মৃত ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের ষড়ভুজ বাজার মোড় সিদ্ধেশ্বরী মন্দির এলাকায় একটি টোটো এক পথচারীকে চলন্ত অবস্থায় সজোরে ধাক্কা দেয়৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন বৃন্দাবন আচার্য নামে এক পথচারী। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী (Brajkishore Goswami)। আহত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে, তিনি গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ তাঁকে সেখান থেকে তুলে শান্তিপুর হাসপাতালে (Shantipur Hospital) নিয়ে যান চিকিৎসার জন্য।

Nadia News : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তাঁতঘর! ভয়ানক ঘটনা শান্তিপুরে, আশঙ্কাজনক ২
শুধু তাই নয়, দীর্ঘক্ষণ নিজেই কথা বলেন চিকিৎসকদের সঙ্গে৷ ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি কোন পর্যায়ে আছে, তাও জানার চেষ্টা করেন চিকিৎসকদের কাছ থেকে। তিনি নিজে চিকিৎসা চলাকালীন হাসপাতালেই ছিলেন৷ আহত বৃন্দাবন আচার্যর শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পর ওই ব্যক্তি অনেকটাই সুস্থ আছেন। আহত বৃন্দাবন আচার্যর দাবি, তিনি পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন৷ তখনই একটি টোটো দ্রুতগতিতে এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। তিনি অচৈতন্য হয়ে যান বলেও জানান৷ তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পান ওই ব্যক্তি। যদিও ঘাতক টোটোচালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

Kakdwip News : সাপ বোতল বন্দী করে হাসপাতালে ব্যক্তি, হতবাক চিকিৎসকরা
খবর পাওয়া মাত্রই শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছয় আহত ব্যক্তির পরিবারের লোকজন৷ তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর এই উদ্যোগে তাঁকে ধন্যবাদও জানান তাঁরা। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, ‘‘গড়ের বাজারের কাছে একটি যানজট দেখে গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়ে দেখলাম এক ব্যক্তি অসুস্থবোধ করছেন৷ সিদ্ধেশ্বরী মন্দিরের কাছেই এই ব্যক্তি থাকেন এবং আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি৷ তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দেখেন৷ এখন তিনি সুস্থ আছেন৷ ওষুধ দিয়ে ছেড়েও দেওয়া হবে৷’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *