poulomi.nath | EiSamay.Com | Updated: 19 Nov 2022, 8:09 pm
শেহনাজ (Shehnaaz Kaur Gill) এর মুখে যেন সবসময় হাসি লেগেই থাকে। এবারে মুম্বাই এয়ারপোর্ট (Mumbai Airport) ধরা দিল আমাদের ক্যামেরাতে। মডেলিং, অভিনয়ের পর এবার চ্যাট শো-এর সঞ্চালক তিনি। নাম দেশি ভাইবস উইথ শেহনাজ গিল (Desi Vibes with Shehnaaz Gill)। ওদিকে নুসরাত (Nushrratt Bharuccha) কে দেখা গেল মুম্বাই থেকে দুবাই উড়ে যেতে। দুবাইয়ে একটি অনুষ্ঠানের জন্য মুম্বাই ছাড়লেন এই অভিনেত্রী। বাণী কাপুরকেও আমাদের ক্যামেরাবন্দি। হালকা সাজে গর্জিয়াস লুকে তাঁকে দেখা গেল, তাঁরও গন্তব্য দুবাই। মুম্বাই এয়ারপোর্টে এই ৩ বলিউড সুন্দরীকে দেখা গেল।