ধূপগুড়িতে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! Leopard spotted in a locality at Dhupguri


প্রদ্যুৎ দাস: জলপাইগুড়িতে বাঘের আতঙ্ক। ধূপগুড়িতে যখন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ছবি, সদর ব্লকের কান্দিপাড়া এলাকায় তখন নাকি স্বচক্ষে বাঘ দেখেছেন অনেকেই! তবে এখনও পর্যন্ত বাঘের সন্ধান মেলেনি। পরিস্থিতির উপর নজর রাখছে বন দফতর। সিসিটিভি ফুটেজের সত্যতা অবশ্য যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।

জানা গিয়েছে, ধুপগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরাম পল্লী এলাকার বাসিন্দা সন্তোষ রায়। একসময়ে সেনাহিনীর চাকরি করতেন তিনি। এখন অবসর নিয়েছেন। বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন সন্তোষ। সেই সিসিটিভি ক্যামেরায় এবার ধরা পড়ল বাঘের ছবি! তীব্র আতঙ্ক এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে খাঁচা বসিয়ে বাঘটিকে ধরার ব্যবস্থা করুক বন দফতর।

আরও পড়ুন: Leopard Jumps on Biker: চলন্ত বাইকে ২ আরোহীর উপরে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, তারপর…

ঘটনাটি ঠিক কী? সন্তোষ রায়ের দাবি, ঘড়িতে তখন ৬ টা ২০ মিনিট। গতকাল, শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরেন তাঁর মেয়ে। স্ত্রী যখন বাড়ির গেট খুলতে যান, তখন দেখেন একটি বড় প্রাণী রাস্তা পার করে চলে গেল। সিসিটিভি ক্যামেরায় নাকি দেখা গিয়েছে, সেই প্রাণীটি বাঘ! খবর দেওয়া হয় বন দফতরে. রাতেই ঘটনাস্থল পৌঁছন বন দফতরের বিন্নাগুড়ি রে়ঞ্চের কর্মীরা। কিন্তু দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও এলাকায় বাঘের সন্ধান মেলেনি এখনও। পরিস্থিতি উপর নজর রাখা হচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

এদিকে জলপাইগুড়ির সদর ব্লকের কচুয়া কান্দিপাড়া এলাকায় খাঁচা পেতেছে বন দফতর। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক দিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! স্থানীয় মহিলা পোষ্য ছাগল খেয়ে নিয়েছে বাঘটি। এমনকী, অনেকে নাকি বাঘ দেখেছেন! খাঁচার ভিতরে রয়েছে ছাগলে টোপ। কিন্তু বাঘের দেখা মেলেনি এখনও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *