Aindrila Sharma : ‘তরুণ অভিনেত্রীকে হারিয়ে শোকাহত’, ঐন্দ্রিলার প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর – aindrila sharma passed away chief minister mamata banerjee expresses condolences


১৯ দিনের অদম্য লড়াইয়ের কাছে হার। রবিবার বেলা ১টা নাগাদ হাসপাতালে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ‘ফাইটার’ ঐন্দ্রিলাকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করে বলেন, “তরুণী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অকাল প্রয়াণে আমি শোকাহত। এই প্রতিভাবান তরুণী শিল্পী একাধিক পুরস্কার জিতেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এ বছরই টেলিসম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে। তাঁর পরিবার-পরিজন এবং অনুরাগীদের জন্য আমার আন্তরিক সমবেদনা রইল। এই কঠিন পরিস্থিতিতে তাঁরা লড়াই করার সাহস পাক। এই প্রার্থনাই করছি।”

Aindrila Sharma Passes Away : জীবনের জ্যোতি নিভল, হার মানলেন ‘ফাইটার’ ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলা শর্মার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়ালগুলি হল,‘ঝুমুর’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘জীবনজ্যোতি’, ‘জীবনকথা’, ‘জিয়নকাঠি’ ইত্যাদি। উল্লেখ্য, একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন, ‘মহাপিঠ তারাপিঠ’ সিরিয়ালটি তাঁর অত্যন্ত পছন্দের। নিয়মিত এই সিরিয়াল তিনি দেখতেন বলেও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সব্যসাচী চৌধুরী এবং ঐন্দ্রিলা শর্মার অভিনয় তাঁর মনজয় করেছিল। কর্মজীবনের সাফল্যের পাশাপাশি ক্যানসারের বিরুদ্ধে ঐন্দ্রিলার এই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইও উদাহরণ হিসেবে তুলে ধরছেন তাঁর অনুরাগীরা। দু’বার ক্যানসারজয়ী তরুণী ফিরে গিয়েছিলেন অভিনয়ে। লড়াকু মেয়েটির এই হার না মানার অদম্য জেদকেই কুর্নিশ জানিয়েছিল টেলি সম্মান অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। ঐন্দ্রিলার হাতে তুলে দেওয়া হয় টেলি সম্মানের ‘অনবদ্য প্রত্যাবর্তন’ বিভাগের অ্যাওয়ার্ড। মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যে ভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই সেইদিন পুরস্কার মঞ্চে বারবার উল্লেখ করা হয়। ফলে তাঁর প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Aindrila Sabyasachi : ‘সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছি…!’ শয্যাশায়ী অবস্থাতেও লৌহকঠিন ঐন্দ্রিলা ফিরবেনই, আশায় ভক্তরা
২০১৭ সালে ঝুমুর ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন ঐন্দ্রিলা শর্মা। এরপর জীবন জ্যোতি এবং জিয়ন কাঠির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও ভাগাড়ের মতো ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকেই কার্যত কোমায় চলে গিয়েছিলেন তিনি। ধীরে ধীরে বাড়ানো হয় তাঁর ভেন্টিলেশনের মাত্রা। তবে মৃত্যুর সঙ্গে অবিশ্বাস্য এক লড়াই লড়েন এই তরুণী অভিনেত্রী। মাঝে মধ্যেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। বেড়েছিল রক্তচাপের মাত্রা, স্বাভাবিক হয়েছিল হৃদস্পন্দনও। কিন্তু, একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং মাল্টি অর্গান ফেলইওর শেষ পর্যন্ত কেড়ে নিল ঐন্দ্রিলার প্রাণ। কঠিন লড়াইয়ের কাছে হার মানলেন অভিনেত্রী। তবে ফাইটার ঐন্দ্রিলাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

Aindrila Sabyasachi : মৃত্যুর কাছে হারল ভালোবাসা, আজ ‘সর্বহারা’ সব্যসাচী
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি একটি টুইটে লিকেছেন, “ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শিল্প এবং শিল্পীর মৃত্যু হয় না। অগণিত অনুরাগীর হৃদয়ে বেঁচে থাকবেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার লড়াকু মানসিকতাকে মনে রাখবেন সবাই। ঐন্দ্রিলার পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা জানাই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *