Aindrila Sharma: ফিরে দেখা ঐন্দ্রিলা শর্মা – some unknown details about actress aindrila sharma


poulomi.nath | EiSamay.Com | Updated: 20 Nov 2022, 8:54 pm

Embed

দীর্ঘ লড়াই শেষে আর ঘরে ফেরা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)। সবাই পথ চেয়ে বসেছিল তাঁর সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায়। তাঁর সতীর্থ থেকে অনুরাগী সকলের একটাই প্রার্থনা— শেষ দু’বারের মতো এ বারও লড়াই করে ফের যেন জয়ী হন তিনি। থেমে গেল লড়াই মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার দুপুর ১ টা নাগাদ থেমকে গেল লড়াই। তারাদের দেশে হারিয়ে গেলেন অভিনেত্রী। বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলা। অভিনেত্রীর মা শিখা শর্মা নার্সিং হস্টেলের ইন-চার্জ। বাবা উত্তম শর্মা মুর্শিদাবাদের পাঁচগ্রাম হাসপাতালের চিকিৎসক। ছেলেবেলা থেকেই নাচতে ভালোবাসতেন অভিনেত্রী। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে জানতে পারেন, তিনি ক্যানসারে আক্রান্ত। ছোট থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল ঐন্দ্রিলার। সালটা ২০১৭, ঝুমুর ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আসা ঐন্দ্রিলায়। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন সব্যসাচী চৌধুরী। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *