Aindrila Sharma : ২০২২-এও ঠাকুর দেখেন ঐন্দ্রিলা, কী বলেছিলেন? – aindrila sharma was excited in durga puja 2022


pritha.mukherjee | EiSamay.Com | Updated: 20 Nov 2022, 11:59 pm

Embed

লিখেছিলেন ‘আসছে বছর আবার হবে’। দুর্গাপুজোয় ঝলমল করছিলেন ঐন্দ্রিলা। নতুন শাড়িতে সেজেছিলেন। কিন্তু না.. বছর শেষে জীবনটাই যে শেষ হয়ে গেল। আর দুর্গাপুজো দেখা হবে না ঐন্দ্রিলা শর্মার। ঐন্দ্রিলা এরকম ভাবেননি। তাই তো লিখেছিলেন ‘আসছে বছর আবার হবে’। সঙ্গে ছবিতে হাতে ধরে আছেন প্রস্ফুটিত পদ্ম। মাথায় এক থোকা ফুল। এই ছবি শেয়ার করে ঐন্দ্রিলা অনুরাগীদের জন্য লিখেছিলেন ‘আসছে বছর আবার হবে।’ তখন কে আর ভেবেছিল তিনি নিজেই থাকবেন না আগামী পুজোয়। শত প্রতিকূলতাকে কাটিয়ে হাসিমুখে জীবনকে বরণ করে নেওয়ার আর এক নামই ঐন্দ্রিলা। বার বার জীবনযুদ্ধে জয়ী হয়েছেন তিনি। এক বাংলা চ্যানেলে মহালয়ার সকালে বিশেষ অনুষ্ঠানে দশমহাবিদ্যা-র এক রূপে তাঁকে পান দর্শকরা। তাঁকে দেখা গিয়েছিল মাতঙ্গীর রূপে। দফায় দফায় কেমোথেরাপির মাঝে বাড়িতেই কেটেছে পুজোর দিনগুলি। সনাতনী রূপেই সকলকে বার্তা দিয়েছিলেন, পুজো আসছে।সাদা সিল্ক শাড়ির সঙ্গে এলো খোঁপায় ফুলের থোকা। এই শ্বেতশুভ্র রূপেই মহাষষ্ঠীতে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।দশভুজার সামনে দাঁড়িয়ে মহাষ্টমী পুজোয় সকলকে জানিয়েছিলেন শারদ শুভেচ্ছা। জীবন প্রদীপ স্তিমিত হয়ে পড়ছিল। তিনি জ্বালিয়ে গিয়েছেন আনন্দ-দীপ। বাড়ির লক্ষ্মীপুজোতেও আয়োজনের সর্বাগ্রে ছিলেন ঐন্দ্রিলা। সেদিনও যত্ন নিয়ে সাজিয়েছিলেন নিজেকে। পড়ে রইল সাজগোজ। ঐন্দ্রিলা চলে গেলেন বিষাদের সাজে। আসছে বছর আবার পুজো। ঐন্দ্রিলা তারা হয়ে দেখবেন নিশ্চয়ই সব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *