Aindrila Sharma News: ‘…ও আমার মেয়ে’, ঐন্দ্রিলার প্রয়াণে হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়লেন আরেক মা – bengali actress aindrila sharma passes away howrah woman breaks into tears


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 20 Nov 2022, 4:15 pm

Aindrila Sharma Death News হাওড়ায় বেসরকারি হাসপাতালের সামনে কাতারে কাতারে ভিড়। কান্নায় ভেঙে পড়ছেন ভক্তরা। অভিনেত্রী আর নেই, তা বিশ্বাসই করে উঠতে পারছেন না তাঁরা।

 

হাইলাইটস

  • “আমি কেউ নয়, কিন্তু ও আমার মেয়ে…”, কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন প্রবীণা।
  • হাওড়ার বেসরকারি হাসপাতালের সামনে রবিবার দুপুর থেকেই ভিড় জমতে শুরু করেছিল।
  • অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই, তা বিশ্বাস করে উঠতে পারছিলেন না ভক্তরা।
“আমি কেউ নয়, কিন্তু ও আমার মেয়ে…”, কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন প্রবীণা। হাওড়ার বেসরকারি হাসপাতালের সামনে রবিবার দুপুর থেকেই ভিড় জমতে শুরু করেছিল। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই, তা বিশ্বাস করে উঠতে পারছিলেন না ভক্তরা। হাসপাতালের বাইরেই ঠায় দাঁড়িয়ে ছিলেন এক প্রবীণা। তিনি বলেন, “আমার স্বামী বলল শাড়িটা বদলে যাও। কিন্তু, মনটা আকুলি-বিকুলি করে উঠল। দৌড়ে এলাম। এখানে এসে শুনি…” (কান্নার তোড়)। রক্তের কোনও সম্পর্ক নেই, ঐন্দ্রিলার সঙ্গে মনের টান, জানালেন ওই প্রবীণা। তিনি বলেন, “রক্তের টান নেই, মনের আছে। ওকে মেয়ে বলেই ভাবতাম।” হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা অর্পিতা কাঁড়ার বলেন, “আমি ওঁর খুব বড় ভক্ত। প্রতিদিন ঠাকুরকে ডাকতাম যাতে ও ভালো হয়ে যায়। কিন্তু…। আমি এখনও বিশ্বাস করতে পারছি না ও আমাদের কাঁদিয়ে চলে গেল। একবার শেষ দেখা দেখতে চাই।” হাওড়ার আন্দুলের বাসিন্দা রবি দাস। হাসপাতালের ধারে একটি গাছকে অবলম্বন করে কোনওমতে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলেন, “আমি মানতে পারছি না যে ও আর আমাদের মধ্যে নেই। কতদিন ধরে লড়াই করেছিল মেয়েটা। ও ফিরে আসবেই, আমি বিশ্বাস করেছিলাম। আর সেই বিশ্বাস নিয়েই বেঁচে ছিলাম। কোথা থেকে যে কী হয়ে গেল…”

Aindrila Sharma Saurav Das : ‘তোর সব্যর খেয়াল রাখব…’, ঐন্দ্রিলাকে প্রমিস সৌরভের
হাওড়ার ওই বেসরকারি হাসপাতালের সামনে রীতিমতো ভিড় করেছেন ভক্তরা। চোখে জল তাঁদের। ভারাক্রান্ত মন, বিশ্বাস অবিশ্বাস নিয়ে দোলাচল। অভিনেত্রীকে শেষ একবার দেখতে চান তাঁরা। উল্লেখ্য, ২০ তারিখ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এদিন দুপুরের দিকে তিনি ফের হৃদরোগে আক্রান্ত হন। শনিবার তাঁর দশটি কার্ডিয়ার অ্যারাস্ট হয়েছিল। রবিবার বেলা ১২টা ৫৯ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তরা। জানা গিয়েছে, ভেঙে পড়েছেন সব্যসাচী। নিজের ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাকটিভেট করে দিয়েছেন তিনি।

Aindrila Sabyasachi : ফেসবুকের শেষ পোস্টেও সব্যসাচীর জন্য ভালোবাসা, কী লিখেছিলেন ঐন্দ্রিলা?
প্রসঙ্গত, গত ১ নভেম্বর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এরপর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত বুধবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁর প্রয়াণে শোকে কাতর ভক্তরা।

বিনোদনের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *