poulomi.nath | EiSamay.Com | Updated: 20 Nov 2022, 9:06 pm
খোলামেলা আড্ডায় মুখোমুখি অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। বাড়িতে কেমনভাবে থাকেন অঙ্কিতা, আমাদের ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী (Tele actress)। একেবারেই অন্য মেজাজে দেখা গেল অঙ্কিতাকে। গাছ অঙ্কিতার খুব পছন্দের। সময় পেলেই তাই গাছের পরিচর্যা করেন অঙ্কিতা।