Anubrata Mondal : অনুব্রত-ঘনিষ্ঠ আরও দু’জনকে দিল্লি তলব – cow smuggling case ed summons two businessman in delhi


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 20 Nov 2022, 12:19 pm

ED : গোরু পাচার মামলার (Cow Smuggling Case) তদন্তে ইডি-র (ED) নজরে এ বার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠ আরও দুই ব্যবসায়ী। দু’জন- চালকল ব্যবসায়ী সিদ্ধার্থ মণ্ডল ও সঞ্জীব মজুমদারকেও দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

 

Cow Smuggling Case
গোরু পাচার মামলা

হাইলাইটস

  • গোরু পাচার মামলার তদন্তে ইডি-র নজরে এ বার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আরও দুই ব্যবসায়ী।
  • সূত্রের খবর, ওই দু’জন- চালকল ব্যবসায়ী সিদ্ধার্থ মণ্ডল ও সঞ্জীব মজুমদারকেও দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
  • কেষ্টকে জিজ্ঞাসাবাদ করার আগে তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে সব রকম তথ্য জোগাড় করতে চাইছেন তদন্তকারীরা।
এই সময়: গোরু পাচার মামলার তদন্তে ইডি-র নজরে এ বার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আরও দুই ব্যবসায়ী। সূত্রের খবর, ওই দু’জন- চালকল ব্যবসায়ী সিদ্ধার্থ মণ্ডল ও সঞ্জীব মজুমদারকেও দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। গোরু পাচার মামলায় টাকার লেনদেন কী ভাবে হয়েছে, ওই টাকা ঘুরপথে কোথায় কোথায় পাচার হয়েছে, ওই টাকাতেই বিপুল সম্পত্তি কেনা হয়েছে কি না– সে সব জানার চেষ্টা করছেন ইডি-র তদন্তকারীরা। তদন্তের এই বিষয়ে গুরুত্ব দিতেই তলব করা হয়েছে সিদ্ধার্থ ও সঞ্জীবকে। আবার গোরু পাচারের সূত্র ধরে বিপুল টাকার লটারি কেনার খোঁজ চালাচ্ছে অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাৎপর্যপূর্ণ ভাবে তাদেরও আতস কাচের তলায় রয়েছেন এই দুই ব্যবসায়ী।

Anubrata Mondal: দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি? এবার ইডি-এর হাতে গ্রেফতার অনুব্রত
সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল মোট পাঁচটি লটারি জিতেছেন বলে জানা গিয়েছে। তার মধ্যে দু’টি টিকিটে কোটিপতি হয়েছেন অনুব্রত, তিনটিতে সুকন্যা মণ্ডল পেয়েছেন ১ কোটি ১ লক্ষ টাকা। সম্প্রতি জানা গিয়েছে, গোরু পাচার মামলার প্রধান অভিযুক্ত, ব্যবসায়ী এনামুল হকও ২০১৭ সালে ৫০ লক্ষ টাকার লটারি জিতেছিলেন। লটারি তদন্তে সিবিআইয়ের ইঙ্গিত, পুরস্কার প্রাপকদের তালিকায় অনুব্রত মণ্ডলের আরও কয়েক জন ঘনিষ্ঠের নাম থাকতে পারে। এই ভাবে লটারির মাধ্যমে গোরু পাচারের কালো টাকা সাদা করা হয়েছে কি না, সেটাও জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই সূত্রে সিবিআইও খোঁজ নিচ্ছে ওই দুই ব্যবসায়ী সম্পর্কে। এর মধ্যেই সিদ্ধার্থ মণ্ডল এবং সঞ্জীব মজুমদার নামে দুই ব্যবসায়ীকে দিল্লিতে ইডি-র সদর দপ্তরে আগামী ৩০ নভেম্বরের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে।

Anubrata Mondal: ‘অ্যারেস্ট মেমো’তে সই নয় কেষ্টর! ওয়ারেন্ট আনতে দিল্লিতে দৌড় ইডি-এর
গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যেতে ইতিমধ্যেই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। কেষ্টকে ইডি গ্রেপ্তার করেছে। তবে কেষ্টকে জিজ্ঞাসাবাদ করার আগে তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে সব রকম তথ্য জোগাড় করতে চাইছেন তদন্তকারীরা। এর আগে কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি এবং চালকল মালিক রাজীব ভট্টাচার্যকে দিল্লিতে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

Anubrata Mondal : অনুব্রতকে জেরায় আসানসোল সংশোধনাগারে ED, নজরে কেষ্টর ‘বিপুল সম্পত্তি’
তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই অনুব্রতকে নিজেদের হেফাজতে ইডি নিতে চাইছে। ইডি সূত্রের খবর, সিদ্ধার্থ মণ্ডলকে আগামী ৩০ নভেম্বর দিল্লিতে আসতে বলা হয়েছে। জানা গিয়েছে, তিনি জাম্পেশ্বর অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড-সহ বিভিন্ন সংস্থার মালিক। বীরভূমের আর এক চালকল-মালিক সঞ্জীব মজুমদারকে ২৮ নভেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। সঞ্জীব মজুমদার বীরভূমের সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতিও।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *