জানা যাচ্ছে, শেষ পর্যন্ত ২৩ নভেম্বর দিনটিকেই নয়া রাজ্যপালের শপথের দিন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে এই শপথ অনুষ্ঠান ঘিরে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। রাজ্যপালের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। আগামী মঙ্গলবার কলকাতায় আসবেন সি ভি আনন্দ বসু। এরপর শপথ নিয়ে তিনি ফের উড়ে যাবেন দিল্লিতে। সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে।
কেরালা ক্যাডারের অবসরপ্রাপ্ত ওই আমলার নাম পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে রাষ্ট্রপতি ভবন থেকে ঘোষণা হওয়ার পর শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দিল্লিতে দায়িত্বে থাকা রাজ্যের প্রিন্সিপ্যাল রেসিডেন্ট কমিশনার আরডি মিনা ফুল নিয়ে যান আনন্দ বসুরর কাছে। সি ভি আনন্দ বসু প্রয়োজন মনে করলে তাঁদের সঙ্গেও কথা বলতে পারেন বলে মুখ্যমন্ত্রী শুক্রবার তাঁকে ফোনে জানিয়েছেন। মমতা জানান, শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে, আনন্দ বসু যে দিন চাইবেন, সে দিনই তিনি শপথ নিতে পারেন। শনিবার আনন্দ বসুও দ্ব্যর্থহীন ভাবে জানিয়ে দেন, রাজ্যের পরামর্শ মেনেই তিনি কাজ করতে চান। ‘এই সময়’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শনিবার বাংলার নয়া রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী রাজ্যর আইনশৃঙ্খলার অধিকর্ত্রী আর আমি সংবিধানের। সংবিধান প্রদত্ত মানুষের অধিকার যাতে বহাল থাকে, তার চেষ্টা করব। রাজ্যের সাহায্য নিয়ে পরামর্শ মেনেই কাজ করার চেষ্টা চালাব।” রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন, “আমি ওঁর প্রতি শ্রদ্ধাশীল। সম্প্রতি ওঁকে নিয়ে একটি প্রতিবেদন পড়েছি, যেখানে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্ধৃতি দিয়ে ভুল করার অধিকারের কথা বলেছেন। আমি ওঁর সঙ্গে একমত। ত্রুটি-বিচ্যুতি থেকে আমরা ভবিষ্যতের পথ সুগম করে তোলার কাজ করব।”