জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দীপক হুডা (Deepak Hooda), হরিয়ানার বছর সাতাশের অলরাউন্ডার ইতিহাস লিখলেন। রবিবার মাউন্ট মাউনগানুইর বে ওভালে (Bay Oval, Mount Maunganui) ভারত-নিউজিল্যান্ড (New Zealand vs India) তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল। জিতল ৬৫ রানে। ভারত এদিন নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছিল। জবাবে কেন উইলিয়ামসনের (Kane Williamson) দল মাত্র ১২৬ রানে গুটিয়ে যায়। এদিন ব্যাট হাতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তাণ্ডব করেন। অন্যদিকে বল হাতে আগুন জ্বাললেন হুডা।
হুডা ২.৫ ওভার বল করে ১০ রান দিয়ে তুলে নেন চার উইকেট। ভারত-নিউজিল্যান্ড আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হুডা চতুর্থ বোলার হিসাবে চার উইকেট নেওয়ার রেকর্ড করলেন। মিচেল স্যান্টনার, ড্যানিয়েল ভেটোরি ও ট্রেন্ট বোল্টের পর এই রেকর্ড করলেন তিনি। প্রথম ভারতীয় বোলার হিসাবে হুডা ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে টি-২০ ম্যাচে নিলেন চার উইকেট। জীবনে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ফোর-ফার পেলেন তিনি। এর আগে হুডার সেরা পরিসংখ্যান ছিল ৩/২৩।
আরও পড়ুন: Suryakumar Yadav | IND vs NZ: ৫১ বলে ১১১*! রেকর্ডের পর রেকর্ড ভেঙে তছনছ করলেন ‘মিস্টার ৩৬০’
হুডা এদিন ইতিহাস থেকে মুছে দিলে অক্ষর প্যাটেলের নাম। কিউয়িদের বিরুদ্ধে ২০২১ সালে ইডেন গার্ডেন্সে অক্ষর ৩ ওভার বল করে ৯ রান দিয়ে, তুলে নেন তিন উইকেট। অন্যদিকে নিউজিল্যান্ড দ্বিতীয় সর্বনিম্ন টি-২০ স্কোর করল ভারতের বিরুদ্ধে। এর আগে গত বছর কলকাতায় নিউজিল্যান্ড ১৭.২ ওভারে ১১১ রান করেছিল। যদিও নিজেদের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে এটা তাদের সর্বনিম্ন স্কোর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এটি চতুর্থ সর্বাধিক রান। এর আগে ভারত করেছে ২০৮/৬ (২০১৯), ২০৪/৪ (২০২০) ও ২০২/৩ (২০১৭)।আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-২০ নেপিয়ারে। ভারত জিততে পারলেই সিরিজে নাম লিখিয়ে নেবে। তারপরেই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)