Durgapur Steel Plant : দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ১, জখম একাধিক শ্রমিক – durgapur steel plant terrible accident several workers injured


দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (Durgapur Steel Plant) এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক শ্রমিক। জখম হয়েছেন আরও তিন জন শ্রমিক। মৃত শ্রমিকের নাম পল্টু বাউরি (৩০)। জখম শ্রমিকরা হলেন প্রশাম্ত বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ঘোষ ও গোপী রাম। আহত ঠিকাদারি শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা প্ল্যান্ট জুড়ে। দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। গলিত লোহার ল্যাডল উল্টে গিয়ে সেই তপ্ত লোহা গায়ে পড়ে শ্রমিকরা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Asansol News : ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ছেলে
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সূত্রে খবর, রবিবার সকাল ১০.৪৫ মিনিটে হট ল্যাডেল উল্টে ২ নং ব্লাস্ট ফার্নেসে দুর্ঘটনা ঘটে। আহতদের তড়িঘড়ি ডিএসপি হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক থাকায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এঁরা প্রত্যেকেই ঠিকা শ্রমিক। এঁরা Permanent Way Engineering (PWE) বিভাগে কর্মরত Modern Technology নামের কোম্পানির অধীনে কাজ করছিলেন।

Malda News : পঞ্চায়েত অফিসের সামনেই শ্যুট আউট! আতঙ্ক কালিয়াচকে
দুর্গাপুর সেইল কর্তৃপক্ষ জানায়, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ পুশার লাইন থেকে স্ল্যাগ লোড হওয়ার সময় একটি স্ল্যাগ ল্যাডল থেকে স্ল্যাগ ছড়িয়ে পড়ে। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ডিএসপি-র PWE বিভাগের অধীনে চারজন চুক্তি কর্মী ক্ষতিগ্রস্ত হন। অগ্নিদগ্ধ হয়ে মারা যান পল্টু বউরি নামে এক ঠিকাদারি শ্রমিক। দুর্ঘটনা নিয়ে আইএনটিটিইউসি (INTTUC) নেতা শেখ সাহাবুদ্দিন বলেন, ” বার বার এরকম দুর্ঘটনা হচ্ছে বলে এর আগেও আমরা আন্দোলন করেছি। এতে কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা সেটার তদন্ত আমাদের সংগঠনের পক্ষ থেকে করা হবে। আমরা ম্যানেজমেন্টকে হুঁশিয়ারি দিয়েছি, যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হয় এবং দোষীর যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।”

Howrah Accident : হাওড়া স্টেশনের কাছে বেপরোয়া বাসের ধাক্কা, মৃত ২
ডিএসপির ডিজিএম (পিআর) ও সিওসি বি বি রায় জানান, ঘটনার তদন্ত ও মূল কারণ খুঁজে বের করতে অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়। দুর্ভাগ্যজনক ঘটনায় প্রশাসন গভীরভাবে শোকাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। সমগ্র SAIL সমষ্টি এই ঘটনায় শোকাহত এবং এই দুঃসময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। ঘটনা নিয়ে কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করেছেন সিটু সংগঠনের নেতৃত্বও। ঘটনায় যাতে প্রকৃত তদন্ত করে হয়, সে ব্যাপারে আর্জি জানিয়েছেন অন্যান্য শ্রমিকরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *