IIT Kharagpur : সন্তানপালনে চাকরি ছাড়লেন বাবা – iit pass engineering resigns from his job to spent time with his new born child in kharagpur


এই সময়: মাত্র এক সপ্তাহের পিতৃত্বকালীন ছুটিতে মন ভরেনি তাঁর। মায়েরা ছ’মাসের মাতৃত্বকালীন ছুটি পেলে বাবারা পাবেন না কেন? একটি বাচ্চার বড় হয়ে ওঠার ক্ষেত্রে বাবার ভূমিকাকে ছেঁটে ফেলা হবে কেন? মনের মধ্যে এই সব প্রশ্ন যখন ভিড় করছে, সিদ্ধান্তটা নিতে দু’বার ভাবেননি তিনি। সদ্যোজাত সন্তানের সঙ্গে সময় কাটাতে নামজাদা সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের মোটা বেতনের চাকরি ছেড়েছেন আইআইটি খড়্গপুরের প্রাক্তনী অঙ্কিত যোশী! সংসারের দায়িত্ব যখন বাড়তে চলেছে, তখন চাকরি ছাড়ার সিদ্ধান্ত? অঙ্কিতের কথায়, ‘এটা তো পিতৃত্বে পদোন্নতি, দারুণ ভালো লাগছে!’ অঙ্কিতের পিতৃত্ব উদ্‌যাপনের এই কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।’হিউম্যান্স অফ বম্বে’কে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কিত জানিয়েছেন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হিমাচলপ্রদেশ বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই স্থির হয়ে যায় ভবিষ্যৎ পরিকল্পনা। ঠিক যেমন হিমাচলের উপত্যকার নামে মেয়ের নাম ভেবে রেখেছিলেন ‘স্পিতি’। অঙ্কিতের কথায়, ‘আমি চেয়েছিলাম মেয়ের জন্মের পরের বেশ কিছুটা সময় ওর সঙ্গে থাকতে। মায়ের মতোই ওর প্রতিটা খুঁটিনাটি নজরে রাখতে। চাকরি ছাড়ার সিদ্ধান্তটা অদ্ভুত ছিল, জানি। আমার পরিবার, বন্ধু কেউ মত দেয়নি, শুধু স্ত্রী আকাঙ্ক্ষা পাশে ছিল।’

Facebook Lay Off : ভাগ্যিস ফেসবুকে যায়নি! স্বস্তিতে গুগলে চাকরি পাওয়া রামপুরহাটের বিশাখের পরিবার
স্পিতির জন্মের কয়েক মাস আগেই সবে একটি সংস্থায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দিয়েছিলেন অঙ্কিত। কাজের প্রয়োজনে নানা শহরে ট্যুর লেগেই থাকত। অঙ্কিতের কথায়, ‘অফিস থেকে এক সপ্তাহের ছুটি পেয়েছিলাম, কিন্তু স্পিতির সঙ্গে আরও দীর্ঘ সময় কাটাতে চেয়েছিলাম। জানতাম কোম্পানি ছুটি বাড়াবে না, তাই ইস্তফা। আমার কাছে এটা পিতৃত্বে প্রমোশন, খুব ভালো লাগছে।’

Notice Period Rule: প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন? নোটিশ পিরিয়ডের এই সুবিধার বিষয়ে জানেনই না অনেকেই!
চাকরি ছাড়ার পর এক মাস অতিক্রান্ত। এই এক মাসে স্পিতিকে ঘিরেই কেটেছে অঙ্কিতের জীবন। তাকে কোলে করে ঘুম পাড়ানো থেকে মাঝরাতে তার ঝক্কি সামলানো- প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন অঙ্কিত। ইতিমধ্যে ছ’মাসের মাতৃত্বকালীন ছুটিতে থাকা আকাঙ্ক্ষা তাঁর অফিসে ম্যানেজার পোস্টে প্রোমোশন পেয়েছেন। অঙ্কিতের কথায়, ‘কেরিয়ার আর মাতৃত্ব, দু’দিকেই আকাঙ্ক্ষার সাফল্যে আমি গর্বিত। আর কয়েক মাস পর আমিও নতুন চাকরির সন্ধান করব।’

Rohit Sharma Captain : চেতনের ‘চাকরি খাওয়ার’ পর এবার রোহিতের পালা? বোর্ডের সিদ্ধান্ত নিয়ে জোর জল্পনা
চাকরি ছাড়ার সিদ্ধান্ত সকলে নিতে পারেন না, মানছেন অঙ্কিত। তাঁর মতে, ‘অধিকাংশ সংস্থাতেই পিতৃত্বকালীন ছুটির মেয়াদ যৎসামান্য। এতে শুধু যে বাচ্চার সঙ্গে বাবার সংযোগ কমে যায়, তাই নয়, বাবার দায়িত্ব কমিয়ে মায়ের উপর দায়িত্বের বোঝা বাড়িয়ে দেওয়া হয়। আশা করি এর পর অনেকেই পিতৃত্বকে গুরুত্ব দিয়ে দেখবেন। পেশার মতো পরিবারও যে একই রকম গুরুত্বপূর্ণ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *