Jalpaiguri News : ধূপগুড়িতে অজানা জন্তু? আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর – jalpaiguri dhupguri municipality unknown animal was seen villagers became afraid


অজানা প্রাণীকে দেখে আতঙ্ক ছড়াল ধূপগুড়ি পুরসভা এলাকায়। লোকালয়ে চিতাবাঘ ঢুকে পড়েছে বলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে সেই ফুটেজও। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি পুরসভার (Dhupguri Municipality) ৭ নং ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী এলাকায়। যদিও বন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের কোনও অস্তিত্ব পাননি। তবে এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন বন কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে ক্ষুদিরাম পল্লীর এক মহিলা প্রথম জন্তুটিকে দেখতে পান। তার পরেই তিনি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। প্রাথমিক ভাবে চিতাবাঘ অনুমান করেই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। খবর পেয়ে রাতেই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার শুভাশিষ রায় সহ বনকর্মীরা ঘটনাস্থলে আসেন।

Jalpaiguri News : বাড়ি থেকে উধাও গবাদি পশু! চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়িবাসীর
ক্ষুদিরাম পল্লী এলাকায় বিভিন্ন ঝোপঝাড় এবং পুকুরের ধারে তল্লাশি চালান। এরপর হঠাৎ ঐ এলাকার অনতিদূরেই পার্শ্ববর্তী রেজিস্ট্রি অফিস পাড়া এলাকায় একটি চিতাবাঘ দেখা গিয়েছে বলে দাবি করেন এক ব্যক্তি। তড়িঘড়ি ওই এলাকায় গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু সেখানেও চিতা বাঘের কোনও অস্তিত্ব মেলেনি।

Ranthambore Tiger Attack : লোকালয়ে রনথম্বরের বাঘ, আত্মারাম খাঁচাছাড়া গ্রামবাসীদের!
স্থানীয় বাসিন্দা সন্তোষ রায় বলেন, ” আমার স্ত্রী,মেয়ে আসার জন্য বাড়ির গেট খুলতে যায়। তখনই লক্ষ্য করে বড় বাঘের মতো একটা প্রাণী রাস্তা পেরিয়ে গেল। আমাদের পাশের বাড়ির এক যুবকও প্রাণীটিকে দেখতে পায়। এরপর আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আমরা বন দফতরে এবং পুলিশকে খবর দিই। ওঁরা সার্চ করে দেখছে।” বন দফতরের পক্ষ থেকে এদিন রেঞ্জার অফিসার এলাকাবাসীকে সচেতন করে জানান, চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা গেলে বা কোনও সন্দেহ হলে তৎক্ষনাৎ বনকর্মীদের ফোন করতে বলা হয়। এদিন বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে চিতাবাঘের কোনও হদিশ মেলেনি। বাঘের পায়ের ছাপ খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু এখনও কিছু স্পষ্ট নয়।

Durgapur News : পানাগড়ের জঙ্গলে গভীর রহস্য! শয়ে শয়ে হেলমেট উদ্ধার
তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চিতাবাঘ না হলেও এটি একটি জঙ্গল ক্যাট নামক প্রাণী হতে পারে। লুপ্তপ্রায় প্রজাতির এই প্রাণীর দেখা মিলছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। যাকে ঘিরে একশ্রেণীর মানুষ চিতা বাঘের আতঙ্ক বলে প্রচার করছেন। তার ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ধূপগুড়িতে। তবে যে প্রাণীটি দেখা গিয়েছে, সেটা বাঘ না বন বিড়াল সে বিষয়ে তদন্ত করে দেখছেন বন দফতরের আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *