Kolkata Airport : কলকাতার আকাশে দৈত্যকার বিমান! বেলুগা এয়ারবাস দেখেছেন আগে? – a gigantic beluga airbus landed at kolkata airport for refuelling and crew rest


কলকাতার আকাশে আচমকাই দেখা গেল এক দৈত্যকার বিমান। দমদম বিমানবন্দরে (Dumdum Airport) এসে নামল সেটি। যাকে ঘিরে হইচই পড়ে গিয়েছে বিমানবন্দর চত্বরে। তিমি আকৃতির ওই দৈত্যকার বিমানটিকে দেখতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল এয়ারপোর্টে। বিষয়টি ঠিক কী? কোথা থেকে এল এই বিশালাকৃতির বিমান?

Kolkata To Itanagar Flight : চলতি মাসেই কলকাতা থেকে ইটানগর সরাসরি উড়ান, কবে থেকে পরিষেবা শুরু?
কলকাতার আকাশে বিশালাকৃতির বিমান

সিটি অফ জয়ের আকাশে রবিবার দেখা গেল তিমি আকৃতির বিশালাকার বিমান। জানা গিয়েছে, এটি বিশ্বের অন্যতাম সর্ববৃহৎ এয়ারবাস। নাম বেলুগা (Beluga Airbus)। কলকাতায় এর অবতরণ হয় রবিবার। জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বিমানটিকে দমদমে অবতরণ করানো হয়। খানিক বিশ্রাম দেওয়া হয় এয়ারবাসটির ক্রু মেম্বারদেরও। এরপরই সেটি আবার উড়ে যায়। আচমকাই দমদম বিমানবন্দরে বিশালাকৃতির এই বিমান দেখে তাজ্জব বনে যান যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায় দৈত্যকার এয়ারবাস দেখার জন্য।

US Air Crash : মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা! ভেঙে টুকরো টুকরো ২ ঐতিহাসিক যুদ্ধবিমান, হত ৬
যাত্রীদের কৌতুহলের অবসান ঘটাতে একটি টুইট করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। যেখানে উল্লেখ করা হয়, “এক ঝলকে দেখে নিন পৃথিবীর অন্যতম বৃহদাকৃতির এয়ারবাস বেলুগাকে। জ্বালানি ভরা এবং বিমানকর্মীদের বিশ্রামের জন্য এই এয়ারবাস দমদম বিমানবন্দরে অবতরণ করেছে।” একইসঙ্গে শেয়ার করা হয়েছে এই তিমি আকৃতির বিমানের কিছু ছবিও।

CPIM West Bengal : আলিমুদ্দিনে আধুনিকতার ছোঁয়া, CPIM পার্টি ফান্ডে চাঁদা সংগ্রহে চালু কিউ আর কোড
জানা গিয়েছে, এই দৈত্যাকার এয়ারবাসের (Gigantic Beluga Airbus) কেবিনও বিশাল আকারের। সাধারণ এয়ারবাসের তুলনায় এটি চওড়ায় অনেকটা বেশি। এর আগে ১৯৯৯ সালে কলকাতায় অবতরণ করেছিল এমনই একটি দৈত্যাকার এয়ারবাস। একটি বিশাল সাইজের ছবি টোকিও থেকে শহরে আনার জন্য ওই এয়ারবাসটি ব্যবহার করা হয়েছিল। ২৩ বছর পর ফের শহরে ছ’তলা উচ্চতা বিশিষ্ট একটি এয়ারবাস অবতরণ করল। এর উইং ৪৫ মিটার চওড়া। ইন্টারনাল কার্গোর সাইজ ১২৪ ফিট লম্বা এবং ২৩ ফিট উঁচু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *