Mahishadal Election : ফ্লপ নন্দকুমার মডেল! মহিষাদল সমবায় নির্বাচনে CPIM-BJP জোটকে পিছনে ফেলে জয়ী TMC – trinamool win in mahishadal co operative samity elections in east medinipur


Mahishadal News : ফের নন্দকুমার (Nandakumar) মডেল ফিরল মহিষাদলে। সমবায় নির্বাচনে জোট করে লড়েছিল বাম ও বিজেপি। জোট করেও তৃণমূলের সামনে দাঁড়াতে পারল না তারা। সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল।

 

election

হাইলাইটস

  • ফের নন্দকুমার মডেল ফিরল মহিষাদলে
  • মহিষাদলের সমবায় নির্বাচনে জয়ী হল তৃণমূল
  • নির্বাচনে মাত্র 8টি আসনে জয়ী হয় বাম-বিজেপি জোট
Left BJP Alliance : ফের নন্দকুমার (Nandakumar) মডেল ফিরল মহিষাদলে। সমবায় নির্বাচনে জোট করে লড়েছিল বাম ও বিজেপি। তবে শেষরক্ষা হল না। জোট করেও তৃণমূলের সামনে দাঁড়াতে পারল না তারা। জোটকে পিছনে ফেলে সমবায়ের বেশিরভাগ আসনেই জয়ী হয়েছে তৃণমূল। আর ফল প্রকাশের পরই উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে। একে অপরকে সবুজ আবির মাখিয়ে দেন তাঁরা। কেউ আবার আনন্দে নাচতেও শুরু করে দেন। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের (East Medinipur) নন্দকুমারে একটি সমবায় নির্বাচনেই (Co Operative Election) তৃণমূল ধাক্কা খেয়েছিল বাম-BJP জোটের কাছে। এবার সেই ধারাই দেখা গিয়েছিল মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির নির্বাচনে। একসঙ্গে ভোট প্রচারও শুরু করেছিল তারা। কিন্তু, এবার আর কাজে দিল না নন্দকুমার মডেল। Left BJP Alliance: ফের নন্দকুমার মডেল! তৃণমূলকে রুখতে মহিষাদল সমবায় সমিতির নির্বাচনে জোট বাম-বিজেপির
সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল
মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির নির্বাচনে ৭৬টি আসনের মধ্যে ৭৫টি আসনে বাম-BJP জোট করে সংযুক্ত কৃষক মোর্চার নামে প্রার্থী দিয়েছিল। সংযুক্ত কৃষক মোর্চার মধ্যে BJP-র ৬২ আর বামেদের ১৩ জন প্রার্থী ছিলেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সমর্থিত একজন প্রার্থী ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। বাকি ৭৫টি আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করছে শাসকদল। একসঙ্গে প্রচারও শুরু করেছিলেন জোট প্রার্থীরা। এমনকী, বাদ যায়নি তৃণমূলও। জোরকদমে প্রস্তুতি শুরু করেছিল তারাও। কিন্তু, ফল প্রকাশের পর দেখা যায় ৭৫টি আসনের মধ্যে ৬৮টি আসন দখল করে তৃণমূল। অন্যদিকে, মাত্র ৮টি আসন নিজেদের দখলে রাখতে পারে জোট। Panskura Election : পাঁশকুড়া সমবায় নির্বাচনে তুমুল অশান্তি! ফলাফলে স্বস্তিতে TMC, দ্বিতীয় স্থানে কারা?
ধোপে টিকল না জোট
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বহরমপুর সমবায় সমিতির নির্বাচনে বাম-BJP জোট শাসকদলকে কার্যত ওয়াশআউট করে দেওয়ায় সেই সাফল্য রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল। সমবায়কে বাঁচাতে বাধ্য হয়েই তাঁরা এই জোট করেছেন বলে একই সঙ্গে দাবি করেছে বাম-BJP দুই শিবিরই। এ প্রসঙ্গে ইটামগরা ২ অঞ্চলের BJP কনভেনার রামকৃষ্ণ দাস বলেছিলেন, “এই সমবায় সমিতিটি বাঁচানোর স্বার্থে আমরা একসঙ্গে লড়ছি। দীর্ঘদিন বেআইনিভাবে নিয়োগ থেকে শুরু করে নানা দুর্নীতিতে যুক্ত এই সরকার। মানুষই বলছে এখানেও নন্দকুমারের মতোই হবে।” ইটামগরা ২ CPI আঞ্চলিক কমিটির সম্পাদক সুধাংশু বারিক বলেছিলেন, “বাংলায় সমবায় নিয়ে শাসকদল তৃণমূল যা করে চলেছে, তার প্রতিবাদ জানাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” এদিকে এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু, এবার আর কাজে লাগল না নন্দকুমার মডেল। জোটকে পিছনে ফেলে একাধিক আসনে জয়ী তৃণমূল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *