Malda Fake Currency Case মালদা থেকে রাশি রাশি জাল নোট উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে মুসলেমিন আহমেদ নামক এত ব্যক্তি। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রইল বিস্তারিত
হাইলাইটস
- ফের জাল নোট উদ্ধার মালদায়।
- জাল নোট সহ গ্রেফতার এক ব্যক্তি।
- ধৃত ব্যক্তির নাম মুসলেমিন আহমেদ, বয়স 31 বছর।
দশ দিনের জিজ্ঞাসাবাদ জন্য তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ধৃত ব্যক্তি কোথা থেকে এই জাল নোট পেলেন, ধৃত ব্যক্তির সঙ্গে বড় কোনও জাল নোট তৈরির চক্রের যোগাযোগ রয়েছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখছে বৈষ্ণবনগর থানার পুলিশ (Baishnabnagar Police Station)। উল্লেখ্য, গত অক্টোবর মাসে মালদা (Malda) থেকেই বিহারে পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। মালদা থেকে গ্রেফতার হয় বিহারের এক পাচারকারী সহ তিন জন। ঘটনার দিন গভীর রাতে মালদা শহরের রথবাড়ি বাস স্ট্যান্ড থেকে ধৃতদের গ্রেফতার করে রাজ্য এসটিএফের মালদা শাখার কর্তারা। পরে অভিযুক্তদের ইংরেজবাজার থানার (English Bazar Police Station) পুলিশের হাতে তুলে দেয়। তিনজনের কাছ থেকে উদ্ধার হয় ৯৯ হাজার ৫০০ টাকার জাল নোট। সবগুলোই ৫০০ টাকার নোট। এছাড়াও তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে নগদ ৪৬ হাজার টাকা। অক্টোবর মাসে ধৃত তিনজনের সঙ্গে এই ব্যক্তির কোনও যোগাযোগ আছে কিনা সে ব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে বলে জানানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই কৃষ্ণপুর এলাকায় জাল নোটের কারবারির সন্দেহ পায় পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে জাল টাকার নোট পাচারের খবর আসে তদন্তকারী আধিকারিকদের হাতে। এরপরেই কৃষ্ণপুর মাঠ এলাকায় তল্লাশি চালায় পুলিশের একটি টিম। এরপরেই ধৃতকে হাতেনাতে ধরা হয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ