PM Narendra Modi : দিদি-মোদী বৈঠক হতে পারে ডিসেম্বরের গোড়ায় – prime minister narendra modi mamata banerjee meeting will be at the beginning of december


এই সময়: সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের গোড়াতেই দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।ইন্দোনেশিয়ার বালিতে সদ্যসমাপ্ত জি-২০ শীর্ষ বৈঠকে জি-২০ দেশগুলির মিলিত গোষ্ঠীর সভাপতি পদ ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে সবিস্তার আলোচনার জন্য দেশের সব ক’টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৫ ডিসেম্বর দিল্লিতে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছেও। ওই বৈঠকে অংশ নিতে মুখ্যমন্ত্রী দিল্লি যেতে পারেন বলে শনিবার ইঙ্গিতও দেওয়া হয়েছে নবান্ন সূত্রে। তবে এই ব্যাপারে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। রাজনৈতিক শিবিরেরও অনেকের ধারণা, বিষয়টির যেহেতু আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে, তাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার সম্ভাবনা বেশি।

Mamata Banerjee : ‘আমরাও বন্ধ করে দিতে পারি…’, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার
বাংলার মুখ্যমন্ত্রী ৫ ডিসেম্বরের বৈঠকে শেষ পর্যন্ত অংশ নিলে কী হবে, তা নিয়ে চর্চাও শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে। অনেকে মনে করছেন, বাংলার মুখ্যমন্ত্রী ওই বৈঠকের জন্য দিল্লিতে গেলে তিনি আলাদা ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারেন। কারণ, বিভিন্ন খাতে বাংলার পাওনা বকেয়া টাকা মেটানোর দাবিতে কেন্দ্রের উপর নানা ভাবে চাপ তৈরি করছে রাজ্য সরকার। সম্প্রতি জঙ্গলমহল সফরে গিয়েও মুখ্যমন্ত্রী এই বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন। সেখানে তিনি বকেয়া টাকা মেটানোর প্রসঙ্গে বলেন, ‘আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। প্রতিনিধিদল পাঠিয়েছি। তার পরেও কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা মেটাচ্ছে না। উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে।’ কেন্দ্রের ‘বঞ্চনা’র বিরুদ্ধে সাধারণ মানুষকে পথে নেমে প্রতিবাদ করার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তিনি এই প্রশ্নও তোলেন, প্রাপ্য অর্থ পেতে তাঁকে কি কেন্দ্রের পায়ে ধরতে হবে? ফলে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে গিয়ে মমতা ফের একবার মোদীর সঙ্গে বৈঠক করে বকেয়া অর্থ মেটানোর আর্জি জানাতে পারেন বলে রাজনৈতিক শিবিরের একাংশের অভিমত।

Mamata Banerjee Narendra Modi : গঙ্গা ভাঙনে ক্ষতির মুখে বাংলার ৩ জেলা, বিহিত চেয়ে মোদীকে চিঠি মমতার
দীর্ঘদিন আটকে রাখার পর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের আওতায় রাস্তা তৈরির জন্য বরাদ্দ ৫ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে ৫৮৪ কোটি টাকা সম্প্রতি মঞ্জুর করেছে কেন্দ্র। যদিও রাজ্য সরকার মনে করছে, সেটা বকেয়া অর্থের তুলনায় খুবই সামান্য। কারণ, এখনও এই খাতে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ৪ হাজার ৯১৬ কোটি টাকা। রাজ্য সরকারের দাবি, গত বছরের ডিসেম্বর থেকে একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাঠানোও বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে একশো দিনের কাজে বকেয়ার মোট পরিমাণ ৭ হাজার কোটি টাকার বেশি।

Suvendu Adhikari : ‘…বাংলার বাসিন্দাদের বাঁচাতে হবে’, জঙ্গলমহলে দাঁড়িয়ে তোপ শুভেন্দুর
আবার ফরাক্কা ব্যারাজ সংলগ্ন এলাকায় প্রতি বছর গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। ফলে, মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকা। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক হলে সেখানে মুখ্যমন্ত্রী গঙ্গা ভাঙন প্রসঙ্গও তুলতে পারেন বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *