poulomi.nath | EiSamay.Com | Updated: 20 Nov 2022, 8:39 pm
২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে মহিষাসুরমর্দিনী (Mahisasurmardini)। রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিতে রয়েছেন শাশ্বত-ঋতুপর্ণা। ছবি নিয়ে খোলামেলা আড্ডায় শাশ্বত-ঋতুপর্ণা। নানান অভিজ্ঞতার কথা শোনালেন ছবির পরিচালকও।