Saumitra Khan : ফের পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি বিধায়কের গলায়, বিতর্ক – bjp mla amarnath shakha demands separate state for rarh bengal region in a meeting at bankura


ফের রাঢ়বঙ্গের ইস্যু উঠে এল বিজেপি বিধায়কের মুখে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) পর এবার ওন্দার BJP বিধায়ক অমরনাথ শাখা। রাঢ়বঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বর্তমান রাজ্য সরকারের আমলে বঞ্চনা শিকার বলে জানান বিজেপি বিধায়ক। সেই প্রসঙ্গেই বাঁকুড়ার একটি সভায় পৃথক রাজ্যের জন্য রাঢ়বঙ্গের দাবি তুলে ধরেন এই বিজেপি বিধায়ক। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের পথে পা মেলালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ওন্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমরনাথ শাখা নিকুঞ্জপুরে এক দলীয় সভায় বলেন, “কয়েকদিন আগে রাঢ়বঙ্গ আলাদা রাজ্যের দাবি জানিয়েছিলাম বঞ্চনার শিকার হওয়ার প্রতিবাদে। বাঁকুড়া (Bankura) সহ পুরুলিয়া (Purulia), মেদিনীপুর, ঝাড়গ্রাম (Jhargram) ও বীরভূমের (Birbhum) মানুষ আজ বঞ্চনার শিকার। তাই আমরা পৃথক রাঢ়বঙ্গের দাবি জানিয়েছিলাম।”

Saumitra Khan : ‘…ততটা ভোকাল নন’, ধনখড়ের সঙ্গে তুলনা টেনে নতুন রাজ্যপাল নিয়ে ‘আক্ষেপ’ সৌমিত্র’র
বঞ্চনার কথা বলতে গিয়ে মূলত এলাকার প্রাকৃতিক সম্পদ পাচারের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। বর্তমান রাজ্য সরকারের আমলে প্রচুর পরিমাণ গাছ, কয়লা, পাথর বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে, শাসক দলের রাজনৈতিক ছত্রছায়ায় বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, ” আমাদের ওখানে প্রাকৃতিক সম্পদ চুরি হচ্ছে, সরকারি গাছ কোটি কোটি টাকায় পাচার হয়ে যাচ্ছে। বোল্ডার খাদান থেকে বোল্ডার পাচার হচ্ছে তৃণমূল নেতাদের সহযোগিতায়। এখনকার রাস্তায় মোরাম পড়ে না। আপনারা জানেন, কয়লা পাচার হয়ে যাচ্ছে অন্যত্র।”

Akhil Giri Comment : বাড়ি-বাড়ি রাষ্ট্রপতির ছবি পাঠাবে BJP, পঞ্চায়েত ভোটের আগে আদিবাসী গ্রামে বিশেষ নজর গেরুয়া শিবিরের
এমনকী আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সরকার বদল হয়ে যাওয়ার সম্ভাবনাও শোনা যায় বিজেপি বিধায়কের মুখে। প্রসঙ্গত, এর আগে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের জেলাগুলিকে নিয়ে প্রথম রাঢ়বঙ্গ নামের পৃথক রাজ্যের দাবিতে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এরপর থেকেই ক্রমশ জোরাল হতে থাকে পৃথক রাঢ় বঙ্গের দাবি। সম্প্রতি কলকাতায় বিজেপির সাংগঠনিক সভায় বাঁকুড়ার পাঁচ বিধায়ক ফের এই দাবি তোলেন। এবার ওন্দার মুড়াকাটা গ্রামে সভা করতে গিয়ে সেই একই দাবিতে সওয়াল করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ফের একই সুর শোনা গেল বিজেপি বিধায়কের গলাতেও। যা নিয়ে জেলায় শুরু হয়েছে নতুন বিতর্ক।

Akhil Giri Comment : ‘কথা বলার সময়…’, অখিল গিরিকে ভাষা নিয়ে সংযত হওয়ার পরামর্শ বীরবাহা-জ্যোৎস্নার
তবে বিষয়টিতে আমল দিতে নারাজ তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিজেপি বিধায়কের মন্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে,”কোনও ইস্যুতে বলার সুযোগ না পেয়ে এসব কথা বলছেন বিজেপি বিধায়ক। বাংলায় বিজেপির থাকার অধিকার আছে কিনা সেটা সাধারণ মানুষ স্থির করবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *