Rajpur Sonarpur Municipality : খুন করতে এসেছিল অন্য একজনকে। তার জন্য অনেক দিন ধরেই ছক কষেছিল অভিযুক্তরা। কিন্তু, অন্য একজনকে খুন করে এলাকা থেকে চম্পট দেয় তারা। সোনারপুরে (Sonarpur Murder Case) লাল্টু হাজরা খুনের তদন্তে নেমে এমনই তথ্য পেয়েছে পুলিশ।

হাইলাইটস
- সোনারপুরে লাল্টু হাজরা খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে
- লাল্টু নয়, বিশ্বজিৎ নামে অন্য এক যুবককে খুন করতে গিয়েছিল অভিযুক্তরা
- বিশ্বজিৎকে না পেয়ে লাল্টুকে গুলি করে সেখান থেকে চম্পট দেয় তারা
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, কামরাবাদ এলাকায় ময়ূখ ভট্টাচার্য নামে এক বন্ধুর বাড়িতে মাঝেমধ্যে গিয়ে থাকতেন লাল্টু। সেখানে তাঁরা বেশ কয়েকজন বন্ধু মিলেই থাকতেন। তবে শুক্রবার বন্ধুরা কেউ ছিলেন না। ময়ূখের বাড়িতে লাল্টু একাই ছিলেন। রাত সোয়া ১২টা নাগাদ বিশ্বজিৎ সরকার নামে এক বন্ধুর সঙ্গে তাঁর কথা হয়। তারপর আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি। বিশ্বজিতের দাবি, তিনি বাড়ি ফেরেন রাত ২টোর পর। আর ফিরেই শিউরে ওঠেন। দেখেন, ঘরের মধ্যে লাল্টুর রক্তাক্ত দেহ বিছানার উপর পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে (Police) খবর দেন। সোনারপুর থানার পুলিশ ছুটে যায় কামরাবাদের ওই ঘটনাস্থলে। উদ্ধার করা হয় লাল্টুর দেহ। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি ও গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, খুব কাছ থেকে লাল্টুর পেটে ও হাতে গুলি চালানো হয়। তাতেই তাঁর মৃত্যু হয়।
বিশ্বজিৎকে খুনের ছক
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, খুনের সময় মোট ৫ যুবক ঘরের মধ্যে ঢুকেছিল। আর তাদের মধ্যে থেকে একজন গুলি চালায়। তবে মূলচক্রী দীপ ঘটনাস্থলে ছিল না। সে শুধুমাত্র ওই খুন কী ভাবে করা হবে তার রূপরেখা তৈরি করেছিল। খুনের কারণ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ জানতে পারে, চলতি বছর বিজয়া দশমীতে অভিযুক্ত দীপের সঙ্গে স্থানীয় কয়েক জন বাসিন্দার ব্যাপক গন্ডগোল হয়। সেই সময় বিশ্বজিৎ সরকার নামে এক যুবক নাকি দীপকে মারধর করেন। সেই মারের প্রতিশোধ নিতে বিশ্বজিৎকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল অভিযুক্ত।
অভিযোগ, খুন করার জন্য অনেক দিন আগে থেকেই ছক কষেছিল দীপ। জানতে পেরেছিল, শুক্রবার কামরাবাদ রেল স্টেশনের কাছে বন্ধুর বাড়িতে থাকবেন বিশ্বজিৎ। সেই মতো ৫ জনকে ওই বাড়িতে পাঠিয়েছিল দীপ। কিন্তু, সেখানে গিয়ে অভিযুক্তরা বিশ্বজিৎকে দেখতে পায়নি। বরং সেদিন সেখানে ছিলেন লাল্টু। তখন লাল্টুর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়েছিল। আর সেই সময় রাগের মাথায় একজন গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। পরে দীপকে ফোন করে ঘটনার কথা জানিয়েছিল অভিযুক্তরা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ