poulomi.nath | EiSamay.Com | Updated: 20 Nov 2022, 9:03 pm
আজকাল অধিকাংশ সময়েই জেহকে নিয়ে দেখা যায় করিনা কাপুর। জেহ এখনও অনেকটাই ছোট তাই তাকে সঙ্গে নিয়েই ঘোরেন করিনা। অন্যদিকে তৈমুরকে এখন বেশিরভাগ সময়েই বাবার সঙ্গেই থাকে। হামেশাই বাবার সঙ্গে দেখা যায় তৈমুরকে। আরও একবার তেমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জেহকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে ফিরলেন করিনা কাপুর। সিনেমার শ্যুটিংয়ের জন্যই লন্ডনে উড়ে গিয়েছিলেন তিনি। শ্যুটিং সেরে অবশেষে ঘরে ফিরলেন করিনা। এদিন মা-ছেলেকে ম্যাচিং পোশাকে দেখা গিয়েছে। শনিবারই শ্যুটিং সেরে লন্ডন থেকে মুম্বই ফিরেছেন বেবো সঙ্গে তাঁর ছোট পুত্র। জেহ এখন অনেকটাই ছোট তাই তাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যেতে দেখা যায় করিনাকে।