পাঁচ ডিসেম্বর মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে রাজ্যের বকেয়া টাকা সংক্রান্ত বিষয়ে। আগামী পাঁচ ডিসেম্বর দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীকেও সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে পাঁচ ডিসেম্বর এই বৈঠক হবে। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী আলাদাভাবে কথা বলতে পারেন। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ”যাকে নেমন্তন্ন করলে দিল্লি যায় না, সে হঠাৎ আগ বাড়িয়ে দিল্লি যেতে চাইছে কেন? আসলে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে।”
Updated By: Nov 21, 2022, 09:19 AM IST