মেটিয়াবুরুজে প্রতিবেশীকে ধারালো অস্ত্রের কোপ! গ্রেফতার অভিযুক্ত Man arrested for stabbing his neighbor in Metiaburuz


সন্দীপ প্রামাণিক: পাড়ার কল থেকে কে আগে জল নেবে? দুই প্রতিবেশীর বচসা, গলায় ধারালো অস্ত্রের কোপ! গ্রেফতার অভিযুক্ত। বেহালার পর এবার মেটিয়াবুরুজ।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাসিম খান। বাড়ি, মেটিয়াবুরুজের রাজাবাগান এলাকার মিঠা তালাও লেনে। যাঁর গলায় তিনি ধারালো অস্ত্রের কোর মেরেছেন বলে অভিযোগ, সেই মোহাম্মদ আশফাকও মিঠা তালাও লেনেরই বাসিন্দা। তাঁরা দু’জন প্রতিবেশী। এদিন সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন আশফাক। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।

স্থানীয় সূত্রে খবর, মিঠা তালাও লেনে একটিমাত্র পানীয় জলের কল। সেই কল থেকেই জল নেন পাড়ার সকলে। এদিন জল নেওয়ার সময়ে আচমকাই মহম্মদ আশফাকের সঙ্গে বচসা শুরু হয় নাসিম খানের। সেই বচসা গড়ায় হাতাহাতিতে! তারপর? অভিযোগ, বচসা চলাকালীন বাড়িতে থেকে ধারালো অস্ত্র এনে আশফাকের গলায় কোপ বসিয়ে দেন নাসিম! রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আক্রান্ত ব্য়ক্তি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন: Saltlake: ফ্ল্যাটের খোলা জানলা দিয়ে ভনভনিয়ে ঢুকছে মাছি, দরজা ভাঙতেই মিলল যুবকের পচাগলা দেহ!

এর আগে, পেঁপে বিবাদের জেরে রক্তারক্তি কাণ্ড ঘটেছিল বেহালার সরশুনায়। ৭ জনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছিলেন এক ব্য়ক্তি! স্থানীয় বাাসিন্দাদের দাবি, ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় ফোন করে। তাকে গ্রেফতার করে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *