আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের নবীনবরণ (Freshers Welcome) অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রেক্ষাগৃতের বাইরে ব্যাপক ভিড় দেখা গিয়েছিল। আর সেই ভিড় সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
হাইলাইটস
- আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- প্রেক্ষাগৃতের বাইরের ভিড় সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেল পুলিশ
- প্রেক্ষাগৃহে প্রবেশের মুখে পড়ুয়াদের বেশ কিছুক্ষণ আটকে রাখা হয় বলে জানা গিয়েছে
আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠান
এদিন নিউ ব্যারাকপুরের সাজিরহাট আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের জমজমাট নবীনবরণ অনুষ্ঠান হল কৃষ্টি প্রেক্ষাগৃহে। এদিন নবীনবরণে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পড়ুয়াদের উন্মাদনা আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কৃষ্টি প্রেক্ষাগৃহের (Kristi Theater) বাইরে গেটের সামনে পড়ুয়াদের লাইন ক্রমশ লম্বা হতে থাকে। ফলে অনেকে দুপুরে অনুষ্ঠানে প্রবেশই করতে পারেননি বলে জানা গিয়েছে। যদিও পরে সবাইকে প্রবেশ করানোর ব্যবস্থা করা হয় বলেই দাবি করেন আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে। তিনি বলেন, “যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা অ্যাকমোডেশনের বাইরে একজনকেও ঢুকতে দিচ্ছিলাম না। লোক বের হলে তারপর আবার ঢুকতে দেওয়া হয়েছে৷ যারা দাঁড়িয়েছিল সকলকেই ঢুকতে দেওয়া হয়েছে৷ কোনও বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সেজন্যই কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম।”
কৃষ্টি প্রেক্ষাগৃহে এদিন দুপুরে মহাবিদ্যালয়ে ২৫টি অনার্স বিভাগের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫০ জন কৃতি পড়ুয়াকে এককালীন এক হাজার টাকা করে মেধা বৃত্তি পুরস্কার প্রদান করা হয় ছাত্র সাংসদ তহবিল থেকে। মেধাকে স্বীকৃতি দিতে এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই এই মেধা বৃত্তি পুরস্কার প্রদান করা হয় বলে জানান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শক্তিব্রত ভৌমিক।
বর্ণময় নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, কলেজের গর্ভনিং বডির সভাপতি ড. নিখিল চন্দ্র হালদার, ঘোলার ACP তনয় চট্টোপাধ্যায়, নিউ ব্যারাকপুর থানার OC বিজয় কুমার ঘোষ, বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ তথা দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী, পুর প্রতিনিধি মনোজ সরকার, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুমন দে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও উপস্থিত ছিলেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ