মুখ খুললেন অখিল গিরি
এদিন বিধানসভা কক্ষে শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন, রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা নিয়ে কোনওরকম অনুশোচনা নেই অখিল গিরির। তিনি বিধানসভার ভিতর হাসহাসি করছিলেন। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন, “আমি বিরোধীদের অভিযোগ কিংবা স্লোগান নিয়ে হাসাহাসি করিনি। মদন মিত্র সে সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর একটি কথা প্রসঙ্গে হেসেছিলাম।” পাশাপাশি অখিল গিরি আরও বলেন, “উনি দেশের সম্মানীয়-শ্রদ্ধেয় সাংবিধানিক প্রধান। আমি ক্ষমা চেয়েছি। তারপরও যদি কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করেন, তাহলে আর কী বলব।” শুভেন্দু অধিকারী ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই বিক্ষোভ দেখাচ্ছেন বলে মন্তব্য মন্ত্রীর।
এদিন অখিল গিরির আরও সংযোজন, “মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ক্ষমা চাইতে হয়েছে, এর জন্য আমি লজ্জিত। আসলে আমার ধৈর্যচ্যুতি ঘটেছিল। টানা ছয় মাস ধরে আমাকে উত্যক্ত করার চেষ্টা করা হয়েছে। আমার চেহারা নিয়ে কটাক্ষ করা হয়েছে। তবে আমার ভুল হয়েছিল।”