Akhil Giri On Droupadi Murmu : অখিল গিরির মন্তব্য নিয়ে বিধানসভায় তুলকালাম, শুভেন্দুর নেতৃত্বে BJP-র ওয়াকআউট – akhil giri comment on president droupadi murmu west bengal assembly adjourned after bjp walk out


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যের আঁচ এবার বিধানসভাতেও। তাঁকে বরখাস্ত করার দাবি তুলে সোমবার ওয়েলে বিক্ষোভ প্রদর্শন করেন BJP বিধায়করা। এই মর্মে বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাবও জমা দেয় BJP-র পরিষদীয় দল। কিন্তু, বিষয়টি বিচারাধীন বলে উল্লেখ করে BJP-র প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই সোচ্চার হন BJP বিধায়করা। ‘হায় হায়’ স্লোগান উঠতে শুরু করে। গলায় আদিবাসীদের উত্তরীয় এবং জামায় দ্রৌপদী মুর্মুর স্টিকার লাগিয়ে এদিন প্রতিবাদ জানান তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন বিধায়করা।

Akhil Giri Comment : ‘কথা বলার সময়…’, অখিল গিরিকে ভাষা নিয়ে সংযত হওয়ার পরামর্শ বীরবাহা-জ্যোৎস্নার
পালটা সরব বীরবাহা হাঁসদা

অখিল গিরি ইস্য়ুতে যখন বিধানসভা উত্তাল তখন পালটা সরব হন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। বিধানসভা কক্ষে উঠে দাঁড়িয়ে শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়ান তিনি। তৃণমূলের অন্য মহিলা বিধায়কদের তরফেও বীরবাহা হাঁসদাকে নিয়ে শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের কড়া সমালোচনা করা হয়। এর পালটা আবার কটাক্ষ ছুড়ে দেন BJP বিধায়ক অগ্নি মিত্রা পলও। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “রাষ্ট্রপতি আমাদের গর্ব। তাঁকে নিয়ে কুমন্তব্য করা হয়েছে। তাই তার প্রতিবাদে আমরা মুলতুবি প্রস্তাব এনেছি।”

Shuvendu Adhikari : ‘মানসিক সুস্থতা কামনা করি…!’ ডাকঘরে একাধিক চিঠি, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগও দায়ের সিঙ্গুর থানায়
সুর চড়ালেন শুভেন্দু

এদিন বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন। এই ঘটনায় সারা ভারত উত্তাল হয়েছিল। আমরা তাঁকে বরখাস্ত করার এবং অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছি। আমরা এই মর্মে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিলাম। কিন্তু, স্পিকার আমাদের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। আলোচনার সুযোগও দেওয়া হয়নি আমাদের। আর তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *