পালটা সরব বীরবাহা হাঁসদা
অখিল গিরি ইস্য়ুতে যখন বিধানসভা উত্তাল তখন পালটা সরব হন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। বিধানসভা কক্ষে উঠে দাঁড়িয়ে শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়ান তিনি। তৃণমূলের অন্য মহিলা বিধায়কদের তরফেও বীরবাহা হাঁসদাকে নিয়ে শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের কড়া সমালোচনা করা হয়। এর পালটা আবার কটাক্ষ ছুড়ে দেন BJP বিধায়ক অগ্নি মিত্রা পলও। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “রাষ্ট্রপতি আমাদের গর্ব। তাঁকে নিয়ে কুমন্তব্য করা হয়েছে। তাই তার প্রতিবাদে আমরা মুলতুবি প্রস্তাব এনেছি।”
সুর চড়ালেন শুভেন্দু
এদিন বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন। এই ঘটনায় সারা ভারত উত্তাল হয়েছিল। আমরা তাঁকে বরখাস্ত করার এবং অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছি। আমরা এই মর্মে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিলাম। কিন্তু, স্পিকার আমাদের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। আলোচনার সুযোগও দেওয়া হয়নি আমাদের। আর তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি।”