নন্দকুমার মডেলকে (Nandakumar Model) হাতিয়ার করে ফের খারুই গটরা সমবায় সমিতির নির্বাচনে (Co Operative Election) লড়াই করতে চলেছে বাম ও BJP। সোমবার একসঙ্গে মিছিল করতে দেখা যায় বাম ও বিজেপি নেতাদের।

হাইলাইটস
- তমলুকে সমবায় নির্বাচনে ফের বাম ও BJP জোট
- খারুই গটরা সমবায় সমিতির নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়াই শুরু বাম ও BJP-র
- মহিষাদলে নন্দকুমার মডেল ফেল হওয়ার পর আবারও জোটবদ্ধ হয়ে লড়াইয়ে নামছে 2 শিবির
বাম-বিজেপি জোট খারুই গটরা সমবায় নির্বাচনে
খারুই গঠরা সমবায় বাঁচাও মঞ্চে আবারও বাম-বিজেপি জোট। ৪ ডিসেম্বর এই সমবায় নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে সোমবার থেকেই প্রচার শুরু করে দিল সিপিএম এবং বিজেপি প্রার্থীরা। একসঙ্গে মিছিল করতে দেখা গিয়েছে তাদের। বিজেপির তরফে ছিলেন তমলুক সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি বামদেব গুছাইত ও বিজেপি মণ্ডল সভাপতি মধুসূদন। অন্যদিকে, সিপিএমের তরফে মিছিলে পা মেলাতে দেখা যায় জোনাল কমিটির সদস্য রঘুনাথ ভৌমিক ও সিপিএম সদস্য সুরেন্দ্রনাথ আচার্যকে।
যদিও জোট প্রার্থীদের কথায়, মানুষের স্বার্থে এই জোট করা হয়েছে। এটা কোনও রাজনৈতিক দলের জোট নয়। তৃণমূলকে হারাতে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। কিন্তু, মহিষাদলে নন্দকুমার মডেল ফেল হওয়ার পরও কেন জোট করা হল? এ প্রসঙ্গে সিপিএম নেতা সুরেন্দ্রনাথ আচার্য বলেন, “আগে এই বোর্ড সিপিএমের দখলে ছিল। কিন্তু, ২০১২ সালের পর সেখানে ভোটে সন্ত্রাস হয়েছে। রীতিমতো বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট করিয়েছিল তৃণমূল।” যদিও এই জোটকে রাজনৈতিক জোট বলে মানতে নারাজ তাঁরা। তাঁদের মতে এটা মানুষের জোট। অন্যদিকে এই নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত বিজেপি নেতা বামদেব গুছাইত। তিনি বলেন, “নন্দকুমার, মহিষাদলের পরে খারুইতে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ছি। এই নির্বাচনে জয় নিশ্চিত।”
জোটকে কটাক্ষ তৃণমূলের
যদিও তৃণমূলে জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, “যে আমরা তো আগে থেকেই বলছি সিপিএম বিজেপি ওরা একে অপরকে ভোট ভাগাভাগি করে। সিপিএম বিধানসভাতে বিজেপিকে ভোট ভাগ করেছিল। আর তার জন্য সিপিএম শূন্য হয়ে যায়। এখনও ওরা সেই পদ্ধতি চালিয়ে যাচ্ছে। তবে এতে কোনও লাভ হবে না। কারণ মানুষ এদের গুরুত্ব দেবে না।”
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বহরমপুর সমবায় সমিতির নির্বাচনে বাম-BJP জোট শাসকদলকে কার্যত ওয়াশআউট করে দেওয়ায় সেই সাফল্য রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল। সমবায়কে বাঁচাতে বাধ্য হয়েই তাঁরা এই জোট করেছিলেন বলে একই সঙ্গে দাবি করেন বাম-BJP দুই শিবিরই।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ