ক্যাম্প গুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল মহিলাদের। তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করতে সকাল থেকেই পুরুষ ও মহিলারা লাইনে দাঁড়িয়েছেন। আজকের ভিড়ের সংখ্যাটা আগের তুলনায় অনেকটাই বেশি বলে জানালেন সরকারি আধিকারিকরা। দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয় সকাল ১০টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলবে বলে জানান পুরসভার প্রতিনিধিরা। ক্যাম্প চলাকালীন উপস্থিত ছিলেন শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস। মহিলাদের উপস্থিতি দেখে খুশি শাসক দলের পুর প্রতিনিধিরাও। তবে রাজ্য সরকারের ভাঁড়ারের যা অবস্থা কতদিন এই প্রকল্প চালানো যাবে, তা নিয়ে কটাক্ষ করেছে স্থানীয় বিরোধী নেতৃত্বও।
এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাবদ ৫০০ টাকা করে পান মহিলারা। গুঞ্জন উঠেছিল, এই টাকার পরিমাণ বাড়তে চলেছে। ৫০০ থেকে বেড়ে ৭০০ কিংবা ৭৫০ টাকা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক। যদিও এই মর্মে সরকারের তরফে এখনও পর্যন্ত এই মর্মে কোনও তথ্য দেওয়া হয়নি। ফলে আগামী পর্বের লক্ষ্মীর ভাণ্ডারেও আপাতত ৫০০ টাকা করেই পাবেন মহিলারা।
প্রসঙ্গত, এবারের দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির থেকে মোট ২৫টি সরকারি প্রকল্পের দরখাস্ত নেওয়া হবে। তালিকায় রয়েছে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জহর, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা, আধার সংক্রান্ত সমস্যা, কৃষি জমি মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, সব ধরনের ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের নথিভুক্তীকরণ সহ অন্যন্য।