Leopard Attack : চলন্ত বাইক থেকে যুবককে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চিতাবাঘের – leopard tries to drag the young man from the moving bike at nagrakata


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 21 Nov 2022, 10:49 am

Jalpaiguri News হাড়হিম করা ঘটনাটি নাগরাকাটার গ্রাসমোড় চা-বাগান থেকে ছাড়টন্ডু বস্তিগামী পাকা রাস্তায়। চলন্ত বাইকের উপর হঠাৎ ঝাঁপ! টেনে নিয়ে যাওয়ার চেষ্টা বাইকের পিলিয়ন রাইডারকে। না-পেরে যুবকের পায়ে তীক্ষ্ণ ধারালো দাঁত বসিয়ে দিল চিতাবাঘ।

 

Leopard Attack
ফাইল ছবি

হাইলাইটস

  • চলন্ত বাইকের উপর হঠাৎ ঝাঁপ!
  • টেনে নিয়ে যাওয়ার চেষ্টা বাইকের পিলিয়ন রাইডারকে।
  • হাড়হিম করা ঘটনাটি ঘটেছে নাগরাকাটার ছাড়টন্ডু বস্তিগামী পাকা রাস্তায়।
এই সময়, জলপাইগুড়ি : চলন্ত বাইকের উপর হঠাৎ ঝাঁপ! টেনে নিয়ে যাওয়ার চেষ্টা বাইকের পিলিয়ন রাইডারকে। না-পেরে যুবকের পায়ে তীক্ষ্ণ ধারালো দাঁত বসিয়ে দিল চিতাবাঘ (Leopard Attack)। অভিঘাত সামলাতে না-পেরে প্রাথমিক ভাবে টালমাটাল হয়ে পড়ে দুই চাকা। কোনও রকমে নিয়ন্ত্রণে এনে সামান্য দূরে বাইক দাঁড় করালেন চালক। ততক্ষণে বাইক থেকে রাস্তায় পড়ে গিয়েছেন পিছনে বসা তাঁর সঙ্গী। সুনসান রাস্তায় পিছন ফিরে তাকাতেই শিরদাঁড়া দিয়ে যেন হিমশীতল স্রোত বয়ে গেল। ফেলে আসা সেই পথেই বসে পূর্ণবয়স্ক চিতাবাঘটি। হিংস্র দৃষ্টিতে তাকিয়ে দুই বন্ধুর দিকে। শিকার হাতছাড়া হয়ে যাওয়ার তীব্র রোষ যেন সেই চাহনিতে। হাড়হিম করা ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় নাগরাকাটার (Nagrakata) গ্রাসমোড় চা-বাগান থেকে ছাড়টন্ডু বস্তিগামী পাকা রাস্তায়।

Jalpaiguri News : বাড়ি থেকে উধাও গবাদি পশু! চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়িবাসীর
নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা-বাগান থেকে বাইকে করে শনিবার সন্ধ্যায় নিজেদের বাড়িতে ফিরছিলেন দুই বন্ধু। সায়রুল হক ও সরিফুল হক। সায়রুল বাইক চালাচ্ছিলেন। সরিফুল পিছনে বসেছিলেন। বাইক চলছিল দ্রুত গতিতেই। হয়তো ওই এলাকায় সন্ধ্যাবেলা বিপদের আশঙ্কা করেই দ্রুত পেরিয়ে যেতে চেয়েছিলেন চালক সায়রুল। চা-বাগানের পাশে রাস্তার ধারে অন্ধকারে ঝোপের মধ্যে ছিল চিতাবাঘ। বাইক কাছে আসতেই তাঁদের উপর ঝাপিয়ে পড়ে চিতাবাঘটি। সরিফুলকে টেনে নিয়ে যেতে চেয়েছিল সে। কিন্তু সফল হয়নি। তীব্র বেগের সঙ্গে যুঝতে না পেরে পিছলে যেতে যেতে সরিফুলের পায়ে কামড় বসায়। সামলাতে না-পেরে আচমকাই পড়ে যান সরিফুল। ততক্ষণে টালমাটাল বাইক থামিয়ে দিয়েছেন সায়রুল।

Jalpaiguri News : ধূপগুড়িতে অজানা জন্তু? আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর
Jalpaiguri News : বুকে পা তুলে দাঁড়িয়ে বুনো হাতি! কাকুতিমিনতি করায় প্রাণ ভিক্ষা বৃদ্ধকে
চলন্ত বাইকের উপর চিতাবাঘের হামলার ঘটনায় রীতিমতো স্তম্ভিত ডুয়ার্সের বাসিন্দারা। ঘটনায় আহত যুবককে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন। তাঁর গায়ে হাত-পায়ে আঁচড় লেগেছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *